শুক্রবারই খুলে দেওয়া হবে বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় মুখ
চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে ৪ লেন বিশিষ্ট সড়ক টানেল নির্মাণ করা হয়েছে। মূল টানেল দুটি টিউব সম্বলিত ও ৩ দশমিক ৪ কিলোমিটার দীর্ঘ। টানেলের পশ্চিম ও পূর্ব প্রান্তে ৫ দশশিক ৩৫ কিলোমিটার এপ্রোচ রোড এবং ৭২৭ মিটার ওভার ব্রিজ (ভয়াডাক্ট) সম্পন্ন এই টানেলটি চট্টগ্রামের আনোয়ারা উপজেলাকে শহরাঞ্চলের সঙ্গে