৭ জুন: স্মৃতিচারণা
১৯৬৬ সাল, ৭ জুন। ভাগ্যবিড়ম্বিত, অধিকারবঞ্চিত বাঙালির জীবনে এক অবিস্মরণীয় দিন। এই দিনে ঘুমন্ত মানুষগুলো কেবল ঘুম হতে জেগেই ওঠেনি, এক অপূর্ব সংগ্রামী প্রত্যয়ে বুলেটের মুখেও বুক পেতে দিয়েছিল হাসিমুখে। শোষকের রক্তচক্ষু, শাসকের নির্মম বুলেটকে নির্ভয়ে উপেক্ষা করার কী এক অদ্ভুত উন্মাদনা। তারপর পাঁচটি বছর স