Ajker Patrika

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। আজ সোমবার বিকেলে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান ও সাধারণ সম্পাদক আবদুস সামাদ তালুকদারের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু সহ নিহত পরিবারের সকল শহীদদের আত্মার মাগ ফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। পরে নবগঠিত কমিটির সদস্যগণ শপথ করেন। শপথ বাক্য পাঠ করান কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার। এতে জেলার ৬টি সংসদীয় আসন পুনরায় নৌকার প্রার্থীদের বিজয়ী করতে শপথ নেওয়া হয়। এ সময় জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সম্পাদক মণ্ডলী, সদস্য সদস্যসহ বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান বলেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারবে না। দলের নেতা-কর্মীরা যখনই ঐক্যবদ্ধ থেকেছে তখনই বিজয় এসেছে। সামনের নির্বাচনেও জয় আসবে। আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ, ৫ আসনের সংসদ সদস্য আব্দুল মোমিন মন্ডল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত