ষড়যন্ত্র ও আত্মজিজ্ঞাসা
আগস্ট মাসটি শুধু শোকের মাস নয়, আত্মজিজ্ঞাসারও মাস। বাঙালির বিশ্বাসঘাতকতা শুধু পলাশীর যুদ্ধের সময়েই ঘটেনি, ঘটেছে তার পরেও। ১৫ আগস্ট তেমনই বিশ্বাসঘাতকতার শোকাবহ দিন। যাঁর নামে স্বাধীনতার যুদ্ধ হয়েছে, হয়েছে মুক্তিসংগ্রাম, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেই হত্যা করেছিল একদল ঘৃণিত বিশ্বাসঘাতক।