চুরির তালিকায় গরু, সেচের শ্যালে মেশিন, চালের বস্তা
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মিটার চুরির পর এবার বেড়েছে গরু, সেচের শ্যালো মেশিন, নলকূপের মাথা, অটো ভ্যান ও চালের বস্তা চুরি। গত ফেব্রুয়ারি মাসে উপজেলায় সব মিলিয়ে ১৩টি চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগীরা বলছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রাতে নজরদারি ঠিকমতো না থাকার কারণে এ চুরির ঘটনা ঘটছে।