Ajker Patrika

‘নির্বাচনী পদক’ পেলেন ধুনটের ফরিদুল ইসলাম

ধুনট (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ০৪ মার্চ ২০২২, ১৬: ১৫
‘নির্বাচনী পদক’ পেলেন ধুনটের ফরিদুল ইসলাম

জাতীয় নির্বাচনী পদক পেয়েছেন বগুড়ার ধুনট উপজেলার ফরিদুল ইসলাম। বর্তমানে তিনি রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার দায়িত্বে আছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে পদক পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোকাদ্দেছ আলী।

ফরিদুল ইসলাম উপজেলার মথুরাপুর ইউনিয়নের উজাল শিং গ্রামের বাসিন্দা।

মোকাদ্দেছ আলী জানান, বুধবার বিকেলে নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠানে ফরিদুল ইসলামের হাতে নির্বাচনী পদক ও সম্মাননা চেক তুলে দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

করোনাকালে প্রতিকূলতার মাঝেও সৃজনশীল ও উদ্ভাবনী কাজের মাধ্যমে নাগরিকদের সেবা দেওয়ার পাশাপাশি নতুন নতুন ধারণার উদ্ভাবন করে নির্বাচনী ব্যবস্থাপনায় ও জাতীয় পরিচয়পত্র সেবার ক্ষেত্রে বিশেষ কৃতিত্ব রেখেছেন তিনি।

এ ছাড়া জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে সততা, দক্ষতা ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে ভোটার তালিকা প্রণয়নে, গণটিকা কার্যক্রম সফল করার জন্য এনআইডি-সংক্রান্ত সমস্যা সমাধান, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সুসম্পর্ক এবং সরকার ঘোষিত বিভিন্ন জাতীয় দিবস সফলভাবে আয়োজন করে নির্বাচন কমিশনের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য নির্বাচন কমিশন ফরিদুল ইসলামকে নির্বাচনী পদকের জন্য নির্বাচিত করেন।

ফরিদুল ইসলাম জানান, ‘নিজের অবস্থান থেকে দেশের জন্য, সাধারণ মানুষের জন্য চেষ্টা করে গেছি। সত্যিই আনন্দিত। নির্বাচন কমিশন এ সম্মান দেওয়ার জন্য আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এ পদক ভবিষ্যতে আরও ভালো কিছু করার অনুপ্রেরণা জোগাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত