Ajker Patrika

ধুনটে আ.লীগের দুপক্ষের মারামারি, সম্মেলন পণ্ড

ধুনট (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১০ মার্চ ২০২২, ১৩: ০৮
ধুনটে আ.লীগের দুপক্ষের মারামারি, সম্মেলন পণ্ড

বগুড়ার ধুনট উপজেলার ধুনট ইউনিয়নে ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সম্মেলনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে সম্মেলন পণ্ড হয়ে গেছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলার ধুনট ইউনিয়ন পরিষদ চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই এম নুরুন্নবী তারিক ও সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকনের পক্ষের দলীয় নেতা-কর্মীরা বুধবার সকালের দিকে ধুনট ইউনিয়ন পরিষদ চত্বরে সম্মেলনের আয়োজন করেন। সেখানে ধুনট ইউনিয়নের ৬,৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠনের কথা ছিল। সম্মেলনের খবর পেয়ে উপজেলা আওয়ামী লীগের অপর পক্ষের গোলাম সোবহান ও মহসীন আলমের পক্ষের নেতা-কর্মীরা সম্মেলনে হামলা চালায়। এ সময় চেয়ার, টেবিলসহ ডেকোরেটরের আসবাব ভাঙচুর করেন।

উত্তেজনা ছড়িয়ে পড়লে সম্মেলন আয়োজক পক্ষের নেতা-কর্মীরা সেখান থেকে নিরাপদ স্থানে আশ্রয় নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে সেখানকার পরিবেশ শান্ত রয়েছে।

অপর দিকে, উপজেলার এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগ থেকে অব্যাহতিপ্রাপ্ত সভাপতি এম এ তারেক হেলালের পক্ষের লোকজন হামলা চালিয়ে বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মোজাফফর রহমানকে মারপিট করেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার দুপুরের দিকে এলাঙ্গী বাজার এলাকায় তাঁকে মারপিট করা হয়। বর্তমানে তিনি ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ অভিযোগ অস্বীকার করে এম এ তারেক হেলাল বলেন, ‘তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন।’

সম্মেলন হামলার বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই এম নুরুন্নবি তারিক জানান, দলের বহিষ্কৃত নেতা-কর্মীরা সম্মেলন অনুষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন। পরে তাঁদের পক্ষের লোকজন এলাঙ্গীতে এক আওয়ামী লীগ নেতাকে মারধর করেছেন। আপাতত সম্মেলন স্থগিত করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।’

ধুনট উপজেলা আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত নেতা মহসীন আলম বলেন, ‘দলের নেতা-কর্মীদের অবৈধভাবে বহিষ্কার করে গোপনে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের চেষ্টা করছিল আওয়ামী লীগের একটি পক্ষ। সংবাদ পেয়ে সম্মেলন বন্ধ করে দেওয়া হয়েছে।’

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, পুলিশ পৌঁছার আগেই সম্মেলনস্থলে ভাঙচুর করা হয়েছে। সংঘর্ষের ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত