৫ হাজার উপযোগী শহরে অটোরিকশা ৪০ হাজার
মাত্র ৫ থেকে ৬ হাজার অটোরিকশা চলাচলের উপযোগী বগুড়া শহর। অথচ দাপিয়ে বেড়াচ্ছে প্রায় ৪০ হাজার ব্যাটারিচালিত অটোরিকশা। অবৈধ এসব যানের যত্রতত্র পার্কিং, বেপরোয়া চলাচলের কারণে হেঁটে চলাও দায় হয়ে পড়েছে শহরবাসীর। রয়েছে হকারদের ফুটপাত দখলের প্রতিযোগিতাও। অটোরিকশা আর ফুটপাত দখলের কারণে বগুড়া শহরে দিনভর...