শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, একদল বলছে, জাতীয় নির্বাচন আগে দিতে হবে। অন্য দল বলছে, স্থানীয় নির্বাচন আগে দিতে হবে। এ রকম যদি চলতে থাকে, তাহলে দেশে কোনো নির্বাচনই হবে না। সঠিক সময়ে নির্বাচন না হলে দেশে মার্শাল ল হবে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়ার শিবগঞ্জে শহীদ মীর মুগ্ধ স্কয়ারে উপজেলা নাগরিক ঐক্যের আয়োজনে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘তারেক রহমানকে ফোন করেছিলাম। তিনি প্রথমে ফোন ধরেননি। পরে কল ব্যাক করেছেন। এরপর আমি তাঁকে শিবগঞ্জের বিষয়ে বললাম। তারেক রহমান তখন আমাকে বললেন, আপনি আমাদের মুরব্বি। আর আপনার সঙ্গে কে এমন আচরণ করল? আমি ওদেরকে বলে দিচ্ছি।’
এর আগে মাহমুদুর রহমান মান্নাকে আওয়ামী লীগের পুনর্বাসনকারী আখ্যা দিয়ে তাঁকে এলাকায় ঢুকতে না দেওয়ার ঘোষণা দিয়েছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলম।
মাহমুদুর রহমান মান্না বলেন, গত ২১ ফেব্রুয়ারি রাতে শিবগঞ্জে শহীদ মিনারে ফুল দিয়ে উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক শহিদুল ইসলাম বাড়ি ফেরার পথে তাঁকে ছুরিকাঘাত করা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে মৃত্যুশয্যায়। শিবগঞ্জের ঘটনায় থানায় মামলা দিলে ৪-৫ জন আসামির নাম থানার ওসি কেটে দিতে বলেন। ওসি নাম কাটার কে? আমাকে শিবগঞ্জে আসতে দেওয়া হবে না, এ হুঙ্কারের কারণে আমার বাড়ি শিবগঞ্জে এসেছি। আমি যদি হুঙ্কার দিই, তাহলে শিবগঞ্জে ভূমিকম্প হবে।
শিবগঞ্জ পৌর নাগরিক ঐক্যের সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে নাগরিক সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, উপজেলা নাগরিক ঐক্যের সদস্যসচিব আব্দুল বাসেত বাদশা, জেলা নাগরিক ঐক্যের সমন্বয়কারী মতিউর রহমান, নাগরিক ঐক্যের নেতা সাইদুর রহমান সাগর, এনামুল হক, সৈকত বিদ্যুৎ, মাহবুব মোর্শেদ হীরা, অমিদ হাসান, হারুনুর রশিদ, সাজু, জেলা নাগরিক যুব ঐক্যের আহ্বায়ক আরিফুল ইসলাম, আজাদুল ইসলাম, আ. রহমান, উপজেলা যুব ঐক্যের সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ তুষার ও সৈকত আহম্মেদ।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, একদল বলছে, জাতীয় নির্বাচন আগে দিতে হবে। অন্য দল বলছে, স্থানীয় নির্বাচন আগে দিতে হবে। এ রকম যদি চলতে থাকে, তাহলে দেশে কোনো নির্বাচনই হবে না। সঠিক সময়ে নির্বাচন না হলে দেশে মার্শাল ল হবে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়ার শিবগঞ্জে শহীদ মীর মুগ্ধ স্কয়ারে উপজেলা নাগরিক ঐক্যের আয়োজনে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘তারেক রহমানকে ফোন করেছিলাম। তিনি প্রথমে ফোন ধরেননি। পরে কল ব্যাক করেছেন। এরপর আমি তাঁকে শিবগঞ্জের বিষয়ে বললাম। তারেক রহমান তখন আমাকে বললেন, আপনি আমাদের মুরব্বি। আর আপনার সঙ্গে কে এমন আচরণ করল? আমি ওদেরকে বলে দিচ্ছি।’
এর আগে মাহমুদুর রহমান মান্নাকে আওয়ামী লীগের পুনর্বাসনকারী আখ্যা দিয়ে তাঁকে এলাকায় ঢুকতে না দেওয়ার ঘোষণা দিয়েছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলম।
মাহমুদুর রহমান মান্না বলেন, গত ২১ ফেব্রুয়ারি রাতে শিবগঞ্জে শহীদ মিনারে ফুল দিয়ে উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক শহিদুল ইসলাম বাড়ি ফেরার পথে তাঁকে ছুরিকাঘাত করা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে মৃত্যুশয্যায়। শিবগঞ্জের ঘটনায় থানায় মামলা দিলে ৪-৫ জন আসামির নাম থানার ওসি কেটে দিতে বলেন। ওসি নাম কাটার কে? আমাকে শিবগঞ্জে আসতে দেওয়া হবে না, এ হুঙ্কারের কারণে আমার বাড়ি শিবগঞ্জে এসেছি। আমি যদি হুঙ্কার দিই, তাহলে শিবগঞ্জে ভূমিকম্প হবে।
শিবগঞ্জ পৌর নাগরিক ঐক্যের সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে নাগরিক সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, উপজেলা নাগরিক ঐক্যের সদস্যসচিব আব্দুল বাসেত বাদশা, জেলা নাগরিক ঐক্যের সমন্বয়কারী মতিউর রহমান, নাগরিক ঐক্যের নেতা সাইদুর রহমান সাগর, এনামুল হক, সৈকত বিদ্যুৎ, মাহবুব মোর্শেদ হীরা, অমিদ হাসান, হারুনুর রশিদ, সাজু, জেলা নাগরিক যুব ঐক্যের আহ্বায়ক আরিফুল ইসলাম, আজাদুল ইসলাম, আ. রহমান, উপজেলা যুব ঐক্যের সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ তুষার ও সৈকত আহম্মেদ।
পিরোজপুরের নেছারাবাদে এক পাষণ্ড ছেলের বিরুদ্ধে কৌশলে ২২ শতক জমি লিখে নিয়ে মা-বাবাকে নির্মমভাবে মারধর ও বাড়ি থেকে বের করে দেওয়ার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। ৬ অক্টোবর রাতে ছেলে ও পুত্রবধূর নির্মম নির্যাতনের শিকার হয়ে প্রবীণ দম্পতি ১০ দিন ধরে নিজ বাড়িতে প্রবেশ করতে পারছেন না বলে জানা গেছে।
৪ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে অন্তত ৭০ শতাংশ ভোটার ভোট দেবেন বলে আশা করছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. সালেহ হাসান নকীব। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে ভোট গ্রহণ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
২২ মিনিট আগেমোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘দীর্ঘ ৩৫ বছর পর এই নির্বাচন হচ্ছে। এটাকে দীর্ঘ সময় বন্ধ রেখে শিক্ষার্থীদের ভোটের আনন্দ থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল। আজ ভোট দিয়ে যে আনন্দ পেয়েছি, তা আর জীবনে কখনো পাইনি।’
৪৪ মিনিট আগেশেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নে একটি জনগুরুত্বপূর্ণ সড়ক নির্মাণের কাজ দেড় বছর ধরে বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছে অন্তত ২০ হাজার মানুষ। প্রায় দেড় বছর আগে নির্মাণকাজ শুরু হলেও গত বছর জুলাইয়ের গণ-অভ্যুত্থানে সরকার পতনের পর ঠিকাদার পালিয়ে যাওয়ায় কাজটিতে কোনো অগ্রগতি নেই; বরং কাজ শুরু...
১ ঘণ্টা আগে