Ajker Patrika

দেবরের ছুরিকাঘাতে ভাবি নিহত, গ্রেপ্তার ৪

বগুড়া প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বগুড়ার কাহালুতে বিদ্যুতের বিল দেওয়াকে কেন্দ্র করে দেবরের ছুরিকাঘাতে ভাবি রূপালী বেগম (৩৮) নিহত হয়েছেন। এ ঘটনায় রূপালীর স্বামী পলাশ প্রামাণিক গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে কাহালু পৌর এলাকার পাল্লাপাড়া গ্রামে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোর ৫টায় রূপালী মারা যান।

ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত দেবর মোজাম্মেল হক (৩২), তাঁর স্ত্রী আফরোজা (২৫), বাবা রশেদ আলী (৬৫) ও মা মরিয়ম বেগমকে (৬০) গ্রেপ্তার করেছে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রাশেদ আলীর বাড়ির বৈদ্যুতিক মিটার থেকে তার ছেলে পলাশ ও মোজাম্মেলের ঘরে বিদ্যুৎ সঞ্চালন হয়। বিদ্যুতের বিল পরিশোধ করা নিয়ে মঙ্গলবার রাত ৯টার দিকে দুই ভাইয়ের স্ত্রীদের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। একপর্যায়ে দুই ভাই ও তাঁদের বাবা-মা ঝগড়ায় জড়িয়ে পড়েন। দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি শুরু হলে মোজাম্মেল তাঁর বড় ভাই ও ভাবিকে ছুরিকাঘাত করেন। পরে তাঁদের কাহালু উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁদের অবস্থার অবনতি হলে রাত ১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভোর ৫টার দিকে রূপালী বেগম মারা যান।

ওসি বলেন, এ ঘটনায় রাতেই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। রূপালী বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। গ্রেপ্তার চারজনের নামে মামলা দায়ের হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে সীমান্ত সুরক্ষায় নতুন ৩ ব্যাটালিয়ন, দুই হাজার ২৫৮ পদ সৃষ্টি

সন্তান জন্মের ৪ মাস পর বিয়ের খবর দিলেন জেমস

কাপের অবশিষ্ট কফি ড্রেনে ঢেলে দেওয়ায় নারীকে ২৪ হাজার টাকা জরিমানা

এনসিপিকে ‘নাস্তিকদের সংগঠন’ বলে আমাকে মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে: মুফতি আমিনীর নাতি

সোনার বড় দরপতন, একলাফে ৮ হাজার ৩৮৬ টাকা কমল ভরিতে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ