হামজাকে নিয়ে জামাল বলছেন, বাংলাদেশের মেসি এসে গেছে
ইংল্যান্ড থেকে সিলেট, সিলেট থেকে ঢাকা—গত কদিন এভাবেই ভ্রমণ করেছেন হামজা চৌধুরী। হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাটে তাঁর বাড়ি, ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দর থেকে শুরু করে হোটেল ইন্টারকন্টিনেন্টাল—যেখানেই তিনি যান না কেন, সেখানেই দেখা যায় উপচে পড়া ভিড়।