ক্রীড়া ডেস্ক
প্রথম ম্যাচে লিওনেল মেসি খেলবেন বলে ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপের ম্যাচে চোখ ছিল অনেক ভক্ত-সমর্থকেরই। মেসি এই ম্যাচে খেলেছেনও। কিন্তু ম্যাচের স্কোরলাইন বলে দেয়, ইন্টার মায়ামি-আল আহলি ম্যাচ কতটা হতাশ করেছে ফুটবলপ্রেমীদের।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকালে শুরু হয়েছে ৩২ দলের ক্লাব বিশ্বকাপ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ইন্টার মায়ামি খেলেছে আল আহলির বিপক্ষে। আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা জমে উঠলেও কাজের কাজ কিছুই হয়নি। গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে ২০২৫ ক্লাব বিশ্বকাপের ইন্টার মায়ামি-আল আহলি ম্যাচ। যেখানে ইন্টার মায়ামিকে বাঁচিয়েছেন দলটির গোলরক্ষক অস্কার উস্তারি।
প্রথমার্ধেই এগিয়ে যাওয়ার দারুণ এক সুযোগ পেয়েছিল আল আহলি। ৪৩ মিনিটে পেনাল্টি পান দলটির ফরোয়ার্ড মাহমুদ ট্রেজেগিয়েট। কিন্তু মায়ামি গোলরক্ষক উস্তারি সেই শট বাঁচিয়ে দিয়েছেন। শুধু এই পেনাল্টি বাঁচানোই নয়, সব মিলিয়ে আটটি সেভ করেছেন আর্জেন্টাইন গোলরক্ষক। গোলশূন্য ড্রয়ের এই ম্যাচে উস্তারি পেয়েছেন ম্যাচসেরার স্বীকৃতি।
উস্তারির মতো ব্যস্ত সময় কাটিয়েছেন আল আহলি গোলরক্ষক মোহাম্মদ এল সেনাউয়ি। ম্যাচে পাঁচটি সেভ করেছেন সেনাউয়ি। যার মধ্যে একটি ছিল ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ের ৬ মিনিটে ইন্টার মায়ামি স্ট্রাইকার লুইস সুয়ারেজের শট। এই গোল হলে মায়ামির জয়ের সম্ভাবনা থাকত অনেক বেশি। তাছাড়া সুয়ারেজের আগে মেসি একটি শট নিলেও সেটা আল আহলির গোলবারে লেগে প্রতিহত হয়েছে।
ক্লাব বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম ৩২ দলের টুর্নামেন্ট হচ্ছে। ‘এ’ গ্রুপের ম্যাচ ড্র হওয়ায় ইন্টার মায়ামি, আল আহলি দুই দলের জন্যই নকআউটে ওঠা এখন অনেক কঠিন হয়ে গেছে। গ্রুপের অপর দুই দল হচ্ছে পোর্তো ও পালমেইরাস। মায়ামির পরের ম্যাচ ১৯ জুন পোর্তোর বিপক্ষে। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে মায়ামি-পোর্তো ম্যাচ। সেদিনই বাংলাদেশ সময় রাত ১০টায় মেটলাইফ স্টেডিয়ামে শুরু হবে পালমেইরাস-আল আহলি ম্যাচ।
প্রথম ম্যাচে লিওনেল মেসি খেলবেন বলে ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপের ম্যাচে চোখ ছিল অনেক ভক্ত-সমর্থকেরই। মেসি এই ম্যাচে খেলেছেনও। কিন্তু ম্যাচের স্কোরলাইন বলে দেয়, ইন্টার মায়ামি-আল আহলি ম্যাচ কতটা হতাশ করেছে ফুটবলপ্রেমীদের।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকালে শুরু হয়েছে ৩২ দলের ক্লাব বিশ্বকাপ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ইন্টার মায়ামি খেলেছে আল আহলির বিপক্ষে। আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা জমে উঠলেও কাজের কাজ কিছুই হয়নি। গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে ২০২৫ ক্লাব বিশ্বকাপের ইন্টার মায়ামি-আল আহলি ম্যাচ। যেখানে ইন্টার মায়ামিকে বাঁচিয়েছেন দলটির গোলরক্ষক অস্কার উস্তারি।
প্রথমার্ধেই এগিয়ে যাওয়ার দারুণ এক সুযোগ পেয়েছিল আল আহলি। ৪৩ মিনিটে পেনাল্টি পান দলটির ফরোয়ার্ড মাহমুদ ট্রেজেগিয়েট। কিন্তু মায়ামি গোলরক্ষক উস্তারি সেই শট বাঁচিয়ে দিয়েছেন। শুধু এই পেনাল্টি বাঁচানোই নয়, সব মিলিয়ে আটটি সেভ করেছেন আর্জেন্টাইন গোলরক্ষক। গোলশূন্য ড্রয়ের এই ম্যাচে উস্তারি পেয়েছেন ম্যাচসেরার স্বীকৃতি।
উস্তারির মতো ব্যস্ত সময় কাটিয়েছেন আল আহলি গোলরক্ষক মোহাম্মদ এল সেনাউয়ি। ম্যাচে পাঁচটি সেভ করেছেন সেনাউয়ি। যার মধ্যে একটি ছিল ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ের ৬ মিনিটে ইন্টার মায়ামি স্ট্রাইকার লুইস সুয়ারেজের শট। এই গোল হলে মায়ামির জয়ের সম্ভাবনা থাকত অনেক বেশি। তাছাড়া সুয়ারেজের আগে মেসি একটি শট নিলেও সেটা আল আহলির গোলবারে লেগে প্রতিহত হয়েছে।
ক্লাব বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম ৩২ দলের টুর্নামেন্ট হচ্ছে। ‘এ’ গ্রুপের ম্যাচ ড্র হওয়ায় ইন্টার মায়ামি, আল আহলি দুই দলের জন্যই নকআউটে ওঠা এখন অনেক কঠিন হয়ে গেছে। গ্রুপের অপর দুই দল হচ্ছে পোর্তো ও পালমেইরাস। মায়ামির পরের ম্যাচ ১৯ জুন পোর্তোর বিপক্ষে। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে মায়ামি-পোর্তো ম্যাচ। সেদিনই বাংলাদেশ সময় রাত ১০টায় মেটলাইফ স্টেডিয়ামে শুরু হবে পালমেইরাস-আল আহলি ম্যাচ।
বাংলাদেশ কোচ পিটার বাটলারের জন্য অভিজ্ঞতাটা নতুন। আগে কখনো দুটি ভিন্ন মাঠে একই ম্যাচ আয়োজনের দৃশ্য দেখেননি। অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ-ভুটান ম্যাচে আজ হয়েছে এমনটা। প্রায় ৫ ঘণ্টার ম্যাচে বাংলাদেশ মাঠ ছাড়ে ৪-১ গোলের জয় নিয়ে।
১০ মিনিট আগেউইন্ডিজ বোর্ডের সভা জ্যামাইকা টেস্টে ব্যাটিং বিপর্যয়ের পর নড়েচড়ে বসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লুআই)। ডেকেছে জরুরি বৈঠক। সেখানে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে ওয়েস্ট ওয়েস্ট ইন্ডিজের নামী সব সাবেক ক্রিকেটারকে। তবে ২৭ রানে অলআউট হওয়ার যন্ত্রণা তাড়া করছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের...
৩৯ মিনিট আগেফাইনালের সম্ভাবনা জাগিয়েও চীনের ডাজুতে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে ব্রোঞ্জ পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশ নারী দলকে। আইরিন রিয়ার জন্য টুর্নামেন্টটি স্মরণীয় হয়ে থাকবে আলাদাভাবে। ৫ গোল করে হয়েছেন আসরের সেরা উদীয়মান তারকা। আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ১৭ বছর বয়সী এই খেলোয়াড় শোনালেন প্রাপ্য..
১ ঘণ্টা আগেপ্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা, দ্বিতীয় টি-টোয়েন্টিতে জেতে বাংলাদেশ। আজ প্রেমাদাসা স্টেডিয়ামে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি দুই দলের অঘোষিত ফাইনাল। যে দল জিতবে তারাই সিরিজ নিশ্চিত করবে। কলম্বোয় আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি। খেলা সম্প্রচার করবে টি স্পোর্টস।
১ ঘণ্টা আগে