‘আবার চ্যাম্পিয়ন হবে ব্রাজিল’
ব্রাজিলে পা রেখে কার্লো আনচেলত্তি যা বললেন, সেটাই তো চাওয়া ছিল ব্রাজিলিয়ানদের! ২০০২ সালের পর আর বিশ্বকাপ জেতেনি রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। মাঝখানে পেরিয়ে গেছে দীর্ঘ তেইশ বছর। এই সময় ব্রাজিল একটিবারও ফাইনালে উঠতে পারেনি। যা ব্রাজিলিয়ানদের কাছে বড় হতাশার। সেই হতাশা কাটিয়ে উঠতেই কার্লো আনচেলত