পিএসজির বড় তারকা তো এনরিকেই
কথায় আছে, টাকায় বাঘের দুধও মেলে। তবে এ কথার যথার্থতা নিয়ে আপত্তি তুলতে পারেন নাসের আল খেলাইফি। উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতে পিএসজিকে জাতে তোলার জন্য কী-ই না করেছেন তিনি। দেদার খরচ করেছেন। বিভিন্ন দল থেকে ধরে এনে পিএসজিকে বানিয়েছেন চাঁদের হাট। সে ‘হাটে’ কে না ছিলেন। লিওনেল মেসি, নেইমার