২৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করল ইরান
রক্ষণভাগে আছেন এহসান হাজসাফি, সোজে খলিলজাদেহ এবং মিলাদ মোহাম্মদীরা। এর মধ্যে হাজসাফি ইরানের জার্সিতে ১১১ ম্যাচ খেলেছেন। মাঝমাঠে আছেন সামান ঘুদ্দুস, ভাহিদ আমিরিরা। আর আক্রমণভাগে আছেন সরদার আজমুন,মেহদি তারেমি, আলিরেজা, করিম আনসারিফার্দের মতো তারকা ফুটবলাররা।