লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। আধুনিক ফুটবলের সবচেয়ে বড় তারকা তাঁরা। দীর্ঘসময় ধরে একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বীও। ক্লাব ক্যারিয়ারে দুজনে সবকিছু জিতেছেন। কিন্তু দেশের হয়ে এখনো বিশ্বকাপটা ছোঁয়া হয়নি। এবার কি পারবেন সেই অপূর্ণতাকে পূর্ণতা দিতে? না পারলে যে নিজেদের আক্ষেপ নিয়েই অবসরে যেতে হবে তাঁদের! কেননা কাতারই হতে যাচ্ছে মেসি-রোনালদোর শেষ বিশ্বকাপ।
মেসি আগেই জানিয়ে দিয়েছেন, এটিই তাঁর শেষ বিশ্বকাপ। রোনালদোও এমন ইঙ্গিত দিয়েছেন। আর এমনিতে আগামী বিশ্বকাপ আসতে আসতে তাঁর বয়স হবে যাবে ৪১ বছর। তখন পর্তুগাল দলে সুযোগ নাও পেতে পারেন সিআর সেভেন।
রাত পেরোলেই স্বাগতিক কাতার বনাম ইকুয়েডেররে ম্যাচ দিয়ে বাজবে বিশ্বকাপের বাঁশি। তার আগে দারুণ এক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন মেসি ও রোনালদো। ফেসবুকে পোস্ট করা সেই ছবিতে দেখা যাচ্ছে, সময়ের এই দুই তারকা ট্রাঙ্কের ওপরে দাবার গুটি সাজিয়ে বসেছেন। মগ্ন হয়ে আছেন চাল দিতে। এ ছবি দেখে প্রথমেই একটি বাক্যই মনে পড়ে যায়, ‘শতরঞ্জ কে খিলাড়ি’।
নুয়ে বসা মেসির মুখে হাত তো রোনালদোর কপালে। যেন দুজনে চিন্তা করছেন মাঠের কৌশলে কীভাবে একজন আরেকজনকে হারানো যায়। আর এই ছবির ক্যাপশনে লেখা, ‘বিজয় থাকে মনের মধ্যে।’
ছবিটি ঘিরে ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে নেটিজেনদের মধ্যে। অবশ্য ছবিটি হতে পারে ট্রাঙ্কের বিজ্ঞাপন। কিন্তু এভাবে দাবার বোর্ড সামনে দুজনের ছবি যেন অনেক কথায় বলছে।
লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। আধুনিক ফুটবলের সবচেয়ে বড় তারকা তাঁরা। দীর্ঘসময় ধরে একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বীও। ক্লাব ক্যারিয়ারে দুজনে সবকিছু জিতেছেন। কিন্তু দেশের হয়ে এখনো বিশ্বকাপটা ছোঁয়া হয়নি। এবার কি পারবেন সেই অপূর্ণতাকে পূর্ণতা দিতে? না পারলে যে নিজেদের আক্ষেপ নিয়েই অবসরে যেতে হবে তাঁদের! কেননা কাতারই হতে যাচ্ছে মেসি-রোনালদোর শেষ বিশ্বকাপ।
মেসি আগেই জানিয়ে দিয়েছেন, এটিই তাঁর শেষ বিশ্বকাপ। রোনালদোও এমন ইঙ্গিত দিয়েছেন। আর এমনিতে আগামী বিশ্বকাপ আসতে আসতে তাঁর বয়স হবে যাবে ৪১ বছর। তখন পর্তুগাল দলে সুযোগ নাও পেতে পারেন সিআর সেভেন।
রাত পেরোলেই স্বাগতিক কাতার বনাম ইকুয়েডেররে ম্যাচ দিয়ে বাজবে বিশ্বকাপের বাঁশি। তার আগে দারুণ এক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন মেসি ও রোনালদো। ফেসবুকে পোস্ট করা সেই ছবিতে দেখা যাচ্ছে, সময়ের এই দুই তারকা ট্রাঙ্কের ওপরে দাবার গুটি সাজিয়ে বসেছেন। মগ্ন হয়ে আছেন চাল দিতে। এ ছবি দেখে প্রথমেই একটি বাক্যই মনে পড়ে যায়, ‘শতরঞ্জ কে খিলাড়ি’।
নুয়ে বসা মেসির মুখে হাত তো রোনালদোর কপালে। যেন দুজনে চিন্তা করছেন মাঠের কৌশলে কীভাবে একজন আরেকজনকে হারানো যায়। আর এই ছবির ক্যাপশনে লেখা, ‘বিজয় থাকে মনের মধ্যে।’
ছবিটি ঘিরে ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে নেটিজেনদের মধ্যে। অবশ্য ছবিটি হতে পারে ট্রাঙ্কের বিজ্ঞাপন। কিন্তু এভাবে দাবার বোর্ড সামনে দুজনের ছবি যেন অনেক কথায় বলছে।
পাকিস্তানের ম্যাচ হলে আলোচিত ঘটনা না ঘটে কি পারে। কারণ, ‘আনপ্রেডিক্টেবল’ তকমা পাকিস্তানের নামের সঙ্গে ভালোভাবে জুড়ে গেছে। এবার পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টি-টোয়েন্টিতে ঘটেছে এক বিরল ঘটনা। এই ঘটনা আগে অনেকবার হলেও পাকিস্তানের ম্যাচের ঘটনাটা একটু বিশেষ।
২৭ মিনিট আগেচোট খুব গুরুতর নয়, তবু লিওনেল মেসি কবে মাঠে ফিরবেন তা নিয়ে ধোঁয়াশা রাখল ইন্টার মায়ামি। আপাতত তাই অনির্দষ্টকালের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে।
৪৩ মিনিট আগেভাঙবেন তবু মচকাবেন না—ক্রিস ওকস যে এমন দৃঢ় চরিত্রের অধিকারী। লন্ডনের ওভালে চলমান সিরিজের পঞ্চম টেস্ট থেকে তিনি ছিটকে গেছেন আগেভাগেই। তবে তাঁর কাছে দল যে সবার ওপরে। প্রয়োজনে বড়সড় ঝুঁকিও ইংল্যান্ডের এই অলরাউন্ডার নিতে পারেন বলে মনে করেন জো রুট।
৩ ঘণ্টা আগেলন্ডনের ওভালে ইংল্যান্ড-ভারত সিরিজের পঞ্চম টেস্টটা গতকাল চার দিনেই শেষ হতে পারত। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে ম্যাচটা গড়িয়েছে পঞ্চম দিনে। ওভাল টেস্ট জিততে ইংল্যান্ডের প্রয়োজন ৩৫ রান। ভারতের নিতে হবে ৪ উইকেট।
৪ ঘণ্টা আগে