‘আর্জেন্টিনাকে লজ্জিত করেছে মার্তিনেজ’
আর্জেন্টিনার শিরোপা জয়ের পর থেকেই খবরের শিরোনাম হচ্ছেন এমিলিয়ানো মার্তিনেজ। তাঁকে নিয়ে আলাপ-আলোচনা অবিরাম চলছেই। এবার স্কটল্যান্ডের গ্রায়েম সুনেস সমালোচনা করলেন মার্তিনেজকে নিয়ে। স্কটিশ কিংবদন্তির মতে, মার্তিনেজের কর্মকাণ্ডে পুরো আর্জেন্টিনা লজ্জিত হয়েছে।