Ajker Patrika

ভিনিসিউসের প্রশংসায় রিয়ালের বিশ্বজয়ী কোচ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১১: ৩২
ভিনিসিউসের প্রশংসায় রিয়ালের বিশ্বজয়ী কোচ

ফাইনালের মঞ্চে জ্বলে ওঠার মন্ত্র ভিনিসিউস জুনিয়র ভালোই জানেন। চ্যাম্পিয়নস লিগ জয়ের পর এবার ক্লাব বিশ্বকাপের ফাইনালেও দুর্দান্ত খেললেন তিনি। ভিনিসিউসের জোড়া গোলে গতকাল পাঁচ বছর পর ক্লাব বিশ্বকাপ জিতল রিয়াল মাদ্রিদ। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পারফরম্যান্সে তাই মুগ্ধ হয়েছেন 
কোচ কার্লো আনচেলত্তি।

প্রিন্স মৌলা আবদুল্লাহ স্টেডিয়ামে গতকাল ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ ছিল আল-হিলাল। আল-হিলালকে ৫-৩ গোলে উড়িয়ে পঞ্চম ক্লাব বিশ্বকাপ জিতল লস ব্লাংকোসরা। ম্যাচের ১৩ ও ৬৯ মিনিটে ২টি গোল করেছেন ভিনিসিউস। জোড়া গোল যেমন করেছেন, একটি গোলে অ্যাসিস্টও করেছেন তিনি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের অ্যাসিস্টে ৫৪ মিনিটে গোল করেন করিম বেনজেমা। ভিনিসিউসের মতো এই ম্যাচে জোড়া গোল করেছেন ফেডেরিকো ভালভার্দে।

শিরোপা জিতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে প্রশংসায় ভাসালেন আনচেলত্তি। মাদ্রিদ কোচ বলেন, ‘ভিনিসিউস গত মৌসুম থেকে দারুণ উন্নতি করেছে। আমরা চ্যাম্পিয়নস লিগ জিতেছি আর এবার বিশ্বকাপ জিতলাম। ভিনিসিউসের খেলা দেখে আমরা শিহরিত। তার পারফরম্যান্সে উন্নতি দেখা যাচ্ছে। সে প্রতি ম্যাচেই পার্থক্য করে দিচ্ছে।’

ক্লাব বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ পাঁচবারের শিরোপাজয়ী দল এখন রিয়াল মাদ্রিদ। এর আগে ২০১৪, ২০১৬, ২০১৭,২০১৮—এই চারবার ক্লাব বিশ্বকাপ জিতেছিল লস ব্লাংকোসরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত