জোভানের লেখায় নায়িকা ফারিণ
ফারহান আহমেদ জোভান টিভি নাটকের নিয়মিত মুখ। অভিনয়ের বাইরে এবার নাট্যকার হিসেবেও নাম লেখালেন তিনি। এর আগে জোভানের গল্পভাবনায় নাটক নির্মিত হলেও এবার প্রথমবারের মতো চিত্রনাট্য লিখেছেন। আর নায়িকা হিসেবে বেছে নিয়েছেন তাঁর বহু দিনের সহ-অভিনেত্রী তাসনিয়া ফারিণকে।