Ajker Patrika

জোভানের লেখায় নায়িকা ফারিণ

জোভানের লেখায় নায়িকা ফারিণ

ফারহান আহমেদ জোভান টিভি নাটকের নিয়মিত মুখ। অভিনয়ের বাইরে এবার নাট্যকার হিসেবেও নাম লেখালেন তিনি। এর আগে জোভানের গল্পভাবনায় নাটক নির্মিত হলেও এবার প্রথমবারের মতো চিত্রনাট্য লিখেছেন। আর নায়িকা হিসেবে বেছে নিয়েছেন তাঁর বহু দিনের সহ-অভিনেত্রী তাসনিয়া ফারিণকে।

জোভানের লেখা নাটকের নাম ‘আমার বার্থ ডে’। বানিয়েছেন সহিদ উন নবী। সম্প্রতি নাটকটির শুটিং হয়েছে রাজধানীর পুরান ঢাকায়।

জোভান বলেন, ‘এই গল্পটা মাথায় আসে আমার জন্মদিনে। সে সময়ই গল্পটা বন্ধুদের সঙ্গে শেয়ার করি।’

ফারিণ বললেন, ‘অভিনয়ের ব্যস্ততার বাইরে গিয়েও গল্প নিয়ে ভাবা, লেখা কিন্তু অনেক কষ্টসাধ্য। প্রথম গল্প, চিত্রনাট্য হিসেবে জোভান খুব ভালো লিখেছেন।’

জোভান ও ফারিণসহ নাটকে আরও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, মনিরা মিঠু, তানজিম হাসান অনিক, মানতাহা ওয়ার্দা প্রমুখ।

পথিক প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘আমার বার্থ ডে’ নাটকটি ২২ অক্টোবর একুশে টেলিভিশনে এবং ২৫ অক্টোবর গ্লোবাল টিভির ইউটিউব চ্যানেলে প্রচার হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২২, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

চট্টগ্রামে মধ্যরাতে শিবির ছাত্রদল মুখোমুখি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত