ফকিরহাটে পানের দরপতন মুখ মলিন কৃষকের
পানের দরপতনসহ নানাবিধ সমস্যায় পড়েছেন ফকিরহাটের পানচাষি ও পান ব্যবসায়ীরা। ছত্রাকজনিত নানা রোগ, কুয়াশা ও তীব্র শীতে পান পেকে যাওয়া, শ্রমিকদের মজুরিসহ সার কীটনাশক এবং অন্যান্য উপকরণের দাম বাড়ায় পান উৎপাদনের খরচ বেড়েছে বলে জানান পানচাষিরা।