ঐকমত্যে আসা সংস্কার বর্তমান সরকারকে যেকোনো মূল্যে বাস্তবায়ন করতে হবে: নুরুল হক নুর
গত ১৬ বছরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল মন্তব্য করে নুরুল হক নুর বলেন, ‘অনেকেই স্ব স্ব জায়গা থেকে আন্দোলন করেছিল। কিন্তু দেশের রাজনৈতিক বাস্তবতা ও প্রেক্ষাপট এমন ছিল, চাইলেও এ সব মানুষের ও আমাদের বেশি কিছু করার ওই সময় ছিল না।