Ajker Patrika

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে কাতার ছেড়েছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ১৪: ৩৭
আজ ডিসি সম্মেলন উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। ফাইল ছবি
আজ ডিসি সম্মেলন উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। ফাইল ছবি

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে অংশ নিতে কাতার থেকে ভ্যাটিকান সিটির উদ্দেশে যাত্রা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস। আজ শুক্রবার কাতারের স্থানীয় সময় সকাল ৯টা ২৫ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১২টা ২৫ মিনিট) কাতার ত্যাগ করেন তিনি।

ইতালির স্থানীয় সময় আজ দুপুর ২টা ১৫ মিনিটে রোমে পৌঁছাবেন প্রধান উপদেষ্টা। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ভ্যাটিকান সিটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তাঁকে অভ্যর্থনা জানাবেন।

রোমে পৌঁছানোর এক ঘণ্টা পর আজ বিকেল ৩টা ১৫ মিনিটে পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানাতে সেন্ট পিটার স্কয়ারে যাবেন প্রধান উপদেষ্টা।

ভ্যাটিকান সিটির জন্য পোপের ভাইসার জেনারেল কার্ডিনাল মাওরো গাম্বেত্তি প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ প্রতিনিধিদলকে সেন্ট পিটার স্কয়ারে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানাবেন।

আগামীকাল শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া প্রার্থনায় অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টা আবার সেন্ট পিটার স্কয়ারে যাবেন।

পরদিন রোববার সকাল ৮টা (বাংলাদেশ সময় দুপুর ১২ টা) লিওনার্দো দা ভিঞ্চি রোম ফিউমিসিনো বিমানবন্দর থেকে প্রধান উপদেষ্টা দেশের উদ্দেশ্যে রওনা দেবেন এবং সোমবার ভোরে দেশে পৌঁছানোর কথা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত