কর্মহীন পর্যটনসেবীরা পেলেন প্রধানমন্ত্রীর উপহার
চলমান লকডাউনে জনশূন্য কক্সবাজারের উখিয়ার নয়নাভিরাম ইনানী সৈকত। কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন বিচ ফটোগ্রাফার, বিচ বাইক চালক, ভাসমান ব্যবসায়ী সহ এখানকার দুই শতাধিক পর্যটনসেবী। আর প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য সামগ্রী নিয়ে তাঁদের পাশে দাঁড়িয়েছে উখিয়া উপজেলা প্রশাসন।