আড়াই গুণ দামে ফটোকপিয়ার কিনে পদ হারালেন পিডি
৬০ হাজার টাকা দামের প্রতিটি ফটোকপিয়ার মেশিন কেনা হয়েছিল ১ লাখ ৫৯ হাজার ৫০০ টাকায়। একটি-দুটি নয়, বাজারদরের চেয়ে আড়াই গুণ দামে এ রকম ২২২টি ফটোকপি মেশিন কেনা হয় প্রকল্পের জন্য। শুধু তা-ই নয়, পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দিতে লঙ্ঘন করা হয় পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর)।