সক্ষমতা বাড়লেও ধীরে চলছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ
‘একটা সময় জনবল কম ছিল। কিন্তু গৃহায়ণের প্রকল্প ছিল চোখে পড়ার মতো। এখন ঢাকাসহ আটটি বিভাগে পূর্ণাঙ্গ জনবল কাঠামো আছে। কিন্তু প্রকল্প নেই বললেই চলে।’ কথাগুলো বলছিলেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের (জাগৃক) নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রকৌশলী। তিনি জানান, গত চার বছরে মাত্র পাঁচটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তা-ও সব