
পাকিস্তান জামায়াতে ইসলামীর সঙ্গে খাইবার পাখতুনখাওয়ায় প্রাদেশিক সরকার গঠনের নির্দেশ দিয়েছেন পিটিআই প্রধান ইমরান খান। আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) একটি প্রতিনিধি দল। এই দলে ছিলেন পিটিআইয়ের মুখপাত্র রউফ হাসান।

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) মঙ্গলবার মজলিস-ই-ওয়াহদাতুল মুসলিমীনের (এমডব্লিউএম) সঙ্গে জোট গড়ে কেন্দ্রে সরকার গঠনের ঘোষণা দিয়েছে। কারাবন্দী নেতা ইমরান খানের নির্দেশেই দলটি এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। বিলম্বিত ফলাফলে দেখা গেছে, এই নির্বাচনে সবচেয়ে বেশি ৯২টি আসনে জয় লাভ করেছে ইমরান খানের দল পিটিআই-এর সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। ৭৫ আসন পেয়ে এরপরই অবস্থান করছে নওয়াজ শরীফের দল পিএমএল-এন।

সরকার গঠনে অনেকটাই এগিয়ে গেছে নওয়াজ শরিফ ও বিলাওয়াল ভুট্টোর দল। তারপরও পাকিস্তান জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী, স্পিকার ও অন্যান্য পদের জন্য প্রার্থী মনোনয়ন দেবে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত এমএনএনেরা। এ ছাড়া, পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়ায় সরকার গঠনের জন্যও চেষ্টা চালাবেন দল