ইমরানকে দমাতে পাকিস্তানি জেনারেলদের শত কৌশল ব্যর্থ, এবার কী
পাকিস্তানের রাজনীতিতে এক বিস্ময়কর চরিত্র ইমরান খান। তাঁকে গুলি করা হয়েছে, জেলে পাঠানো হয়েছে, তাঁর রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে এবং মূলধারার মিডিয়া থেকে তাঁর ও দলের থেকে নাম সরিয়ে ফেলা হয়েছে। কিন্তু যত কিছুই করা হোক না কেন, ইমরান খান রয়ে গেছেন অপ্রতিরোধ্য, তিনি যেন শত আঘাতেও বলীয়ান।