পাথর উত্তোলনের দায়িত্বে আবারও জিটিসি
আরও ছয় বছরের জন্য দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া কঠিন শিলা খনির উৎপাদন, পরিচালন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেল জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম ‘জিটিসি’। গত মঙ্গলবার খনি কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে পুনরায় চুক্তিবদ্ধ হয়েছে প্রতিষ্ঠানটি, যা গত ৩ সেপ্টেম্বর থেকে কার্যকর ধরা হয়েছে।