Ajker Patrika

বিয়ের দিন সকালে কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ১  

দিনাজপুর প্রতিনিধি
বিয়ের দিন সকালে কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ১  

দিনাজপুরের পার্বতীপুরে বিয়ের দিন সকালে অষ্টম শ্রেণি পড়ুয়া কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার সকালে ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আব্দুর রহমান বাবলু (৪৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃত আব্দুর রহমান বাবলু জাহানাবাদ বাজারপাড়া গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে আব্দুর রহমান বাবলু ওই কিশোরীকে তাঁর বাড়িতে রান্না করে দেওয়ার জন্য ডেকে নিয়ে যায়। এ সময় বাড়িতে কেউ না থাকায় তাকে ধর্ষণ করে সে। পরে স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়। কিন্তু অভিযুক্ত বাবলু হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। অভিযোগ পেয়ে রাত আড়াইটার দিকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। 

ধর্ষণের ঘটনাটি দিনভর চেপে রাখার চেষ্টা করা হয় ভুক্তভোগীর পরিবার। কিন্তু সন্ধ্যায় তা জানাজানি হলে বিয়ে ভেঙে দেয় বরপক্ষ। পরে গতকাল রোববার ভুক্তভোগীর মা বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। 

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার দিন রাতে আমাকে লোকজন খবর দিলে উপস্থিত হয়ে জানতে পারি এতিম ওই কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত বাবলু ধর্ষণের চেষ্টা করেছিলেন বলে স্বীকার করেছেন। 

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ ইমাম জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে গ্রেপ্তারের পর গতকাল রোববার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

নিহত ১১, আহত ৫০, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

এক টন কয়লাও ইসরায়েলে যাবে না, নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত