খাবারের সন্ধানে কেশবপুর থেকে পাটকেলঘাটায়
খাদ্যের সন্ধানে কেশবপুরের কালোমুখো হনুমান এখন পাটকেলঘাটার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে। গতকাল বৃহস্পতিবার পাটকেলঘাটার রাজেন্দ্রপুর, আমতলাডাঙ্গা, হোগলাডাঙ্গা, তৈলকুপি, খলিষখালী ও পাটকেলঘাটা ওভার ব্রিজের নিচে ২-৩টি হনুমানকে কখনো ছাদে আবার কখনো গাছের মগ ডালে বিচরণ করতে দেখা যায়।