যৌথ বাহিনী ঘিরে ধরেছে হানাদারদের
১৩ ডিসেম্বর ছিল অশান্ত একটি দিন। যৌথ বাহিনী তাদের আক্রমণ অব্যাহত রাখে। দেশের বিভিন্ন জায়গা থেকে পাকিস্তান বাহিনীর পরাজয়ের খবর আসতে থাকে। তবে যেকোনো সময় বঙ্গোপসাগরে মার্কিন সপ্তম নৌবহর চলে আসতে পারে, এ রকম খবরে মানুষের মনে উদ্বেগ দেখা দেয়। তবে সে সময়ই খবর আসে, সোভিয়েত ইউনিয়নের ষষ্ঠ নৌবহর নিঃশব্দে মার