Ajker Patrika

নরসিংদী মুক্ত দিবস সভা , শোভাযাত্রা

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৮: ৪৯
Thumbnail image

নরসিংদী পাকিস্তানি হানাদার মুক্ত দিবস ছিল গতকাল ১২ ডিসেম্বর। এ উপলক্ষে বিজয় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল রোববার সকালে এই কর্মসূচি পালন করা হয়।

সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রার শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে জেলার বীর মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সরকারি বেসরকারি কর্মকর্তারা অংশ নেন।

এর পর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এ সময় মুক্তিযোদ্ধাদের উত্তরীয় পরিয়ে দেন শিল্পমন্ত্রী।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নরসিংদী পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান, জেলা সেক্টর কমান্ডারস ফোরাম ৭১ এর সভাপতি আব্দুল মোতালিব পাঠান, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, নরসিংদী জেলা স্কুল অ্যান্ড কলেজ শিক্ষক সমিতির সভাপতি মশিউর রহমান মৃধা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত