পর্যটনে সিলেটের চিত্র বদল
সিলেটের রাতারগুল জলার বনের নাম কে না জানেন! এই রাতারগুলের বাসিন্দা সোনা মিয়া। পর্যটনকেন্দ্র হওয়ার আগে তাঁর জীবন ছিল অন্যরকম। লাকড়ি কুড়ানো, কৃষিকাজ, মাছ ধরেই চলত তাঁর জীবন। কিন্তু যখনই রাতারগুলে পর্যটকদের আনাগোনা বেড়ে গেল, তখন এর প্রভাব পড়তে শুরু করল সোনা মিয়ার জীবনে।