গ্যাং নিয়ে গ্যাংটক
বেলা আড়াইটার দিকে শিলিগুড়ি থেকে একটি ছোট্ট টাটা অল্টো গাড়িতে রওনা হলাম সিকিমের রাজধানী গ্যাংটকের উদ্দেশে। বিশাল পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে হিমশীতল ঝিরিঝিরি হাওয়ার অনুভূতি নেওয়ার এক অপূর্ব স্থান হলো সিকিম। এ সফরে চারজনের গ্যাংয়ের অন্যরা হলো রাসেল, অমিত ও প্রিতম।