Ajker Patrika

সুন্দরবনে পথ হারিয়ে ৯৯৯-এ ফোন, ৩১ পর্যটককে উদ্ধার করল পুলিশ

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ২০: ৪৯
সুন্দরবনে পথ হারিয়ে ৯৯৯-এ ফোন, ৩১ পর্যটককে উদ্ধার করল পুলিশ

সুন্দরবনের করমজল এলাকায় হারিয়ে যাওয়া ৩১ পর্যটককে উদ্ধার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে আজ সোমবার বিকেলে মোংলা থানা-পুলিশ করমজল এলাকা থেকে তাঁদের উদ্ধার করে।

পথ হারিয়ে প্রায় তিন ঘণ্টা ধরে সুন্দরবনের অভ্যন্তরে ঘুরছিলেন ওই দর্শনার্থীরা। তাঁরা চিতলমারী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী।

উদ্ধার দর্শনার্থী মো. ফেরদৌস বলেন, ‘প্রথমে বুঝতে পারিনি যে পথ হারিয়ে ফেলেছি। দুই ঘণ্টা পর বুঝলাম আমরা পথ হারিয়েছি। তারপরও এক ঘণ্টা পথ খুঁজেছি। কোনো উপায় না পেয়ে ৯৯৯-এ ফোন করি। ফোন করার পর মোংলা থানা-পুলিশ আমাদের উদ্ধার করেছে। আমরা পুলিশের প্রতি কৃতজ্ঞ।’

এ বিষয়ে জানতে চাইলে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, বনে ঢোকার কিছুক্ষণ পরই ওই শিক্ষার্থীরা পথ হারিয়ে ফেলে। এর মধ্যে ফেরদৌস নামের এক ছেলে বুদ্ধি খাটিয়ে মোবাইল থেকে ৯৯৯-এ ফোন দেয়। সেখান থেকে তারা সরাসরি মোংলা থানায় কথা বলিয়ে দেয়।

সুন্দরবনে উদ্ধার হওয়া ৩১ পর্যটক।ওসি বলেন, ‘ফেরদৌস জানায়, তার ফোনে চার্জ নেই। তাই আমি আরও দুটি মোবাইল নম্বর সংগ্রহ করি। এরপর সেসব নম্বরে যোগাযোগের মাধ্যমে বিকেলে তাদের সন্ধান মেলে। তারা গভীর বনে ঢুকে পড়েছিল। তাদের মোংলা বাসস্ট্যান্ডে এনে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত