মায়ের জন্মদিনে রোনালদোর কৃতজ্ঞতা
পর্তুগালের মাদেইরা অঞ্চলে শৈশব কেটেছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। মা মারিয়া দোলোরেস দোস সান্তোস অ্যাভেইরো, আর বাবা জোসে দিনিস অ্যাভেইরো। ২০ বছর বয়সেই বাবাকে হারান এই পর্তুগিজ তারকা। এরপর থেকে মা তাঁর সার্বক্ষণিক সঙ্গী। মায়ের জন্মদিন তাই ভালোবাসা জানিয়ে স্মরণ করেছেন রোনালদো।