পর্তুগালের মাদেইরা অঞ্চলে শৈশব কেটেছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। মা মারিয়া দোলোরেস দোস সান্তোস অ্যাভেইরো, আর বাবা জোসে দিনিস অ্যাভেইরো। ২০ বছর বয়সেই বাবাকে হারান এই পর্তুগিজ তারকা। এরপর থেকে মা তাঁর সার্বক্ষণিক সঙ্গী। মায়ের জন্মদিন তাই ভালোবাসা জানিয়ে স্মরণ করেছেন রোনালদো।
সেই শৈশব থেকে রোনালদোর পুরো দুনিয়া তাঁর মাকে ঘিরে। এক সাক্ষাৎকারে ছেলে সম্পর্কে মারিয়া বলেছিলেন, ‘রোনালদো আমার শক্তি। আমি তার মধ্যে আমাকে দেখতে পাই। সে যেখানেই খেলতে যায়, আমাকে ফোন করে। আমি মা হিসেবে তাকে সব সময় শুভকামনা জানাই।’
৬৭তম জন্মদিনে মা মারিয়ার প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি রোনালদো। এক আবেগঘন বার্তায় পৃথিবীর সেরা মা উল্লেখ করে পর্তুগিজ তারকা বলেছেন, ‘পৃথিবীর সেরা মাকে অনেক অভিনন্দন, একজন যোদ্ধা যিনি আমাকে কখনো হারতে শেখাননি। আমার ছেলেমেয়েরা এমন একজন দাদির স্বপ্নই তো দেখতে পারত। তোমাকে অনেক ভালোবাসি মা।’
শৈশব থেকে সব সময় রোনালদোকে সমর্থন দিয়েছেন তাঁর মা। ২০০২ সালের পরেই পর্তুগিজ তারকার জীবনের চিত্রনাট্য বদলাতে থাকে। সেই সময় রোনালদো মাকে চাকরি থেকে ইস্তফা দিয়ে লিসবনে চলে যেতে বলেন। এরপরের গল্পটা তো যেকোনো রূপকথার গল্পকেও হার মানাতে বাধ্য। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এক ফুটবল তারকার উত্থান।
বড় তারকা হলেও এখনো রোনালদোকে ছোটবেলার মতোই পরামর্শ দেন মারিয়া। ছেলেকে অর্থবিত্তের ভেতর হারিয়ে না যাওয়ার শিক্ষা দিয়েছেন তিনি। জীবনের কঠিন মুহূর্তটায়ও হার না মানার মন্ত্রটা মায়ের কাছ থেকেই দীক্ষা নিয়েছেন রোনালদো।
পর্তুগালের মাদেইরা অঞ্চলে শৈশব কেটেছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। মা মারিয়া দোলোরেস দোস সান্তোস অ্যাভেইরো, আর বাবা জোসে দিনিস অ্যাভেইরো। ২০ বছর বয়সেই বাবাকে হারান এই পর্তুগিজ তারকা। এরপর থেকে মা তাঁর সার্বক্ষণিক সঙ্গী। মায়ের জন্মদিন তাই ভালোবাসা জানিয়ে স্মরণ করেছেন রোনালদো।
সেই শৈশব থেকে রোনালদোর পুরো দুনিয়া তাঁর মাকে ঘিরে। এক সাক্ষাৎকারে ছেলে সম্পর্কে মারিয়া বলেছিলেন, ‘রোনালদো আমার শক্তি। আমি তার মধ্যে আমাকে দেখতে পাই। সে যেখানেই খেলতে যায়, আমাকে ফোন করে। আমি মা হিসেবে তাকে সব সময় শুভকামনা জানাই।’
৬৭তম জন্মদিনে মা মারিয়ার প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি রোনালদো। এক আবেগঘন বার্তায় পৃথিবীর সেরা মা উল্লেখ করে পর্তুগিজ তারকা বলেছেন, ‘পৃথিবীর সেরা মাকে অনেক অভিনন্দন, একজন যোদ্ধা যিনি আমাকে কখনো হারতে শেখাননি। আমার ছেলেমেয়েরা এমন একজন দাদির স্বপ্নই তো দেখতে পারত। তোমাকে অনেক ভালোবাসি মা।’
শৈশব থেকে সব সময় রোনালদোকে সমর্থন দিয়েছেন তাঁর মা। ২০০২ সালের পরেই পর্তুগিজ তারকার জীবনের চিত্রনাট্য বদলাতে থাকে। সেই সময় রোনালদো মাকে চাকরি থেকে ইস্তফা দিয়ে লিসবনে চলে যেতে বলেন। এরপরের গল্পটা তো যেকোনো রূপকথার গল্পকেও হার মানাতে বাধ্য। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এক ফুটবল তারকার উত্থান।
বড় তারকা হলেও এখনো রোনালদোকে ছোটবেলার মতোই পরামর্শ দেন মারিয়া। ছেলেকে অর্থবিত্তের ভেতর হারিয়ে না যাওয়ার শিক্ষা দিয়েছেন তিনি। জীবনের কঠিন মুহূর্তটায়ও হার না মানার মন্ত্রটা মায়ের কাছ থেকেই দীক্ষা নিয়েছেন রোনালদো।
রুদ্ধশ্বাস প্রথম দুই ওয়ানডেতে একটি করে জয় পেয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। আজ সিরিজের শেষ ওয়ানডেতে অলিখিত ফাইনালে মাঠে নামছে দল দুটি। ফুটবলেও আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে চেলসি-অ্যাস্টন ভিলার মতো দলগুলো।
৩৬ মিনিট আগেখেলা হবে ৯০ মিনিট। অতিরিক্ত সময়টুকু আমলে নিলে প্রায় ১০০ মিনিটই বলা যায়। তবে বাফুফে প্রস্তুতি নিচ্ছে আটঘাট বেঁধে। শুধু একটি ম্যাচকে ঘিরে দেশের ফুটবলে এমন আয়োজনের পরিকল্পনা শেষ কবে দেখা গেছে, তা বলা মুশকিল।
১ ঘণ্টা আগেজিতলেই শিরোপা জয়ের উদ্যাপন করার সুযোগ, এস্পানিওলের বিপক্ষে মাঠে নামার আগেই সমীকরণটা বুঝে নিয়েছে বার্সেলোনা। কিন্তু প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবলই খেলেছে কাতালানরা। পায়নি কোনো গোলও। শিরোপার অপেক্ষা কি তাহলে বাড়ছে? সমর্থকদের মনে যখন মলিন ছায়া—তখনই ইয়ামালের চোখ ধাঁধানো গোল।
১ ঘণ্টা আগেমালদ্বীপ হোক বা ভুটান—দ্বিতীয়ার্ধে কোনো ম্যাচেই ছন্দময় ফুটবল খেলতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ভুটানের বিপক্ষে অবশ্য গোল পেয়েছিল একটি, কিন্তু মালদ্বীপের আগে গোল হজম করতে হয়েছে দুটি।
২ ঘণ্টা আগে