এস্তোনিয়ার বিপক্ষে গতকাল রাতে ৫ গোলে নতুন উচ্চতা ছুঁয়েছেন লিওনেল মেসি। প্রতিদ্বন্দ্বীর এমন পারফরম্যান্সের পর চুপ করে থাকতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদোও। যমজ সন্তানের জন্মদিন পালন করে এসে উয়েফা নেশনস লিগে রোনালদো পেলেন জোড়া গোল। এই জোড়া গোলের পর অন্য প্রতিপক্ষদের বার্তাও দিয়ে রেখেছেন রোনালদো। এই ম্যাচে সুইজারল্যান্ডকে ৪-০ গোলে হারিয়েছে পর্তুগাল।
আগের ম্যাচে স্পেনের বিপক্ষে ড্র করা পর্তুগাল সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে বেশ চাপে রাখে তারা। ১৫ মিনিটে উইলিয়াম কারভালহোর গোলে এগিয়েও যায় পর্তুগাল।
ম্যাচে রোনালদো জাদুর দেখা মেলে ৩৫ মিনিটে। গোল দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। ৪ মিনিট পর আবার দৃশ্যপটে রোনালদো। আবার লক্ষ্যভেদ করেন ‘সিআর সেভেন’। এটি ছিল তাঁর ১১৭তম গোল। আর দ্বিতীয়ার্ধে ব্যবধান ৪-০ করেন জোয়াও কানসেলো।
ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পরোক্ষ বার্তাও দিয়েছেন রোনালদো। তিনি লিখেন, ‘আমার যাত্রায় এটি একটি খুবই গুরুত্বপূর্ণ জয়। এই দলের অনেক গর্ব ও আত্মবিশ্বাস রয়েছে। এই দলের দারুণ শক্তি থাকাতেই পর্তুগিজরা যা আকাঙ্ক্ষা করে তা দিতে পেরেছি। মনে হচ্ছিল মৌসুমটা শেষ হলো, আসলে এটা সবে শুরু হলো।’
ম্যাচের আগে দুই সন্তানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, ‘অনেক অভিনন্দন ও ভালোবাসা। বাবা তোমাদের নিয়ে অনেক গর্বিত। এই সুন্দর হাসি নিয়ে খুশি থাকো। আমি তোমাদের অনেক ভালোবাসি।’
এস্তোনিয়ার বিপক্ষে গতকাল রাতে ৫ গোলে নতুন উচ্চতা ছুঁয়েছেন লিওনেল মেসি। প্রতিদ্বন্দ্বীর এমন পারফরম্যান্সের পর চুপ করে থাকতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদোও। যমজ সন্তানের জন্মদিন পালন করে এসে উয়েফা নেশনস লিগে রোনালদো পেলেন জোড়া গোল। এই জোড়া গোলের পর অন্য প্রতিপক্ষদের বার্তাও দিয়ে রেখেছেন রোনালদো। এই ম্যাচে সুইজারল্যান্ডকে ৪-০ গোলে হারিয়েছে পর্তুগাল।
আগের ম্যাচে স্পেনের বিপক্ষে ড্র করা পর্তুগাল সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে বেশ চাপে রাখে তারা। ১৫ মিনিটে উইলিয়াম কারভালহোর গোলে এগিয়েও যায় পর্তুগাল।
ম্যাচে রোনালদো জাদুর দেখা মেলে ৩৫ মিনিটে। গোল দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। ৪ মিনিট পর আবার দৃশ্যপটে রোনালদো। আবার লক্ষ্যভেদ করেন ‘সিআর সেভেন’। এটি ছিল তাঁর ১১৭তম গোল। আর দ্বিতীয়ার্ধে ব্যবধান ৪-০ করেন জোয়াও কানসেলো।
ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পরোক্ষ বার্তাও দিয়েছেন রোনালদো। তিনি লিখেন, ‘আমার যাত্রায় এটি একটি খুবই গুরুত্বপূর্ণ জয়। এই দলের অনেক গর্ব ও আত্মবিশ্বাস রয়েছে। এই দলের দারুণ শক্তি থাকাতেই পর্তুগিজরা যা আকাঙ্ক্ষা করে তা দিতে পেরেছি। মনে হচ্ছিল মৌসুমটা শেষ হলো, আসলে এটা সবে শুরু হলো।’
ম্যাচের আগে দুই সন্তানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, ‘অনেক অভিনন্দন ও ভালোবাসা। বাবা তোমাদের নিয়ে অনেক গর্বিত। এই সুন্দর হাসি নিয়ে খুশি থাকো। আমি তোমাদের অনেক ভালোবাসি।’
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
৪৩ মিনিট আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
৪ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
৪ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
৫ ঘণ্টা আগে