Ajker Patrika

রোনালদোর কাছে পরিবারই সব

আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১২: ০১
রোনালদোর কাছে পরিবারই সব

পর্তুগালকে বিশ্বকাপে তুলে ক্লাব ফুটবলে ফেরার অপেক্ষায় ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে লেস্টার সিটির বিপক্ষে ম্যাচে অসুস্থতার কারণে খেলা হয়নি তাঁর। এ নিয়ে রোনালদো নিজে কিছু না বলায় চলছিল নানা জল্পনা। ম্যাচ না খেলায় রোনালদো অবশ্য একেবারে খারাপ ছিলেন না। পরিবারকেই সময় দিয়েছেন। 

পরিবারের সঙ্গে সময় কাটানো সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন। যেখানে তাঁর চার সন্তান ও সন্তানসম্ভবা স্ত্রীর সঙ্গে রোনালদোকে দেখা যায়। যার ক্যাপশনে পর্তুগিজ ফরোয়ার্ড লিখেন, ‘পরিবারই সবকিছু’। 

এদিকে রোনালদোর দলে না থাকা নিয়ে ম্যানইউ কোচ রাংনিক বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে তার ফ্লু জাতীয় উপসর্গ দেখা গেছে। ম্যাচের আগের দিন থেকে এটা দেখা যাচ্ছিল।’

দলে থাকলে রোনালদো একাদশে থাকত কি না এমন প্রশ্নের জবাবে রাংনিক বলেন, ‘অবশ্যই, সে সেরা একাদশে থাকত। তবে সে ভালো বোধ করছিল না এবং অনুশীলনও করেনি। এরপর সকালে বাসায় গিয়ে ডাক্তার তাকে দেখেছে। এরপরও সে ভালো বোধ করছিল না। যে কারণে দুর্ভাগ্যজনকভাবে সে খেলতে পারেনি।’ 

রোনালদোকে ছাড়া লেস্টারের বিপক্ষে ১-১ গোলে ড্র করে সেরা চারে থাকা আরও কঠিন করেছে ম্যানইউ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত