‘আমি কখনোই রোনালদোর ভক্ত ছিলাম না’
মাঠের পারফরম্যান্স তো বটেই, মাঠের বাইরের ঘটনাতেও ক্রিস্টিয়ানো রোনালদো থাকেন আলোচনায়। তাঁর যেমন অনেক ভক্তও রয়েছেন, তেমনি অনেকের অপছন্দের তালিকাতেও আছেন রোনালদো। জন ওবি মিকেল হচ্ছেন রোনালদোকে অপছন্দ করা লোকদের একজন। সাবেক নাইজেরিয়ান এই ফুটবলার রোনালদোর অহংকে দায়ী করেছেন।