Ajker Patrika

‘পর্তুগালের একমাত্র পছন্দ আমিই ছিলাম’

‘পর্তুগালের একমাত্র পছন্দ আমিই ছিলাম’

সংবাদের শিরোনাম হতে যেন সব সময়ই পছন্দ জোসে মরিনহোর। তা না হলে চারদিন আগেই নিষ্পত্তি হওয়া এক বিষয় নিয়ে কেন কথা বলবেন তিনি। গতকাল কোপা ইতালিয়ার ম্যাচ শেষে পর্তুগালের কোচের পদ নিয়ে বিতর্ক উসকে দিলেন তিনি।

পর্তুগালের কোচ হিসেবে তিনিই একমাত্র পছন্দ ছিলেন বলে জানিয়েছেন মরিনহো। তবে প্রস্তাবে রাজি হননি বলে জানিয়েছেন ইউরোপীয় ফুটবলে ‘স্পেশাল ওয়ান’ নামে পরিচিত এই কোচ।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় মরিনহো বলেছেন, ‘আজকে এমন কিছু বলব যা যা শুনতে আপনারা খুব একটা আগ্রহী হবেন না। তবুও আমি বলতে চাই। পর্তুগিজ ফুটবল ফেডারেশনের (পিএফপি) সভাপতিকে ধন্যবাদ দিতে চাই। সে বলেছে কোচের পদের জন্য আমি প্রথম পছন্দ ছিলাম না। এটা শুনে আমি খুবই গর্বিত। তবে একমাত্র পছন্দ আমিই ছিলাম। আমাকে ঘরে (পর্তুগাল) নিয়ে যাওয়ার জন্য সবকিছুই করতে চেয়েছিল সে। সে আমাকে খুশি করতে চেয়েছিল। কিন্তু আমি যাইনি। এখানে (রোমা) থেকে আমার সর্বোচ্চটুকু দিতে চাই।’

তবে রবার্তো মার্তিনেজকে সাড়ে তিন বছরের জন্য দায়িত্ব দেওয়ার সময় ভিন্ন কিছু জানিয়েছেন পিএফপির সভাপতি ফার্নান্দো গোমেজ। তিনি বলেছেন, ‘আমরা অনেকের সঙ্গে কথা বলেছি। পর্তুগালের কোচদের সঙ্গে আমার ভালো সম্পর্ক। তবে আমরা একমাত্র প্রস্তাব দিয়েছিলাম রবার্তো মার্তিনেজকেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত