ইউরোপীয় ফুটবলে ২০ বছর রাজত্ব করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দীর্ঘ এই ক্যারিয়ারে ভূরি ভূরি রেকর্ড গড়েছেন তিনি। এবার ফুটবল পায়ে সুবাস ছড়াবেন আরব্য রজনীতে। নতুন ক্লাব সৌদি আরবের আল নাসরের হয়ে সুবাস ছড়ার আগেই অবশ্য বিশ্ব রেকর্ড গড়েছেন সিআর সেভেন।
বছরে রেকর্ড পারিশ্রমিকে ফুটবলারদের ছাড়িয়ে গেছেন রোনালদো। শুধু ফুটবলারদের নন, ছাড়িয়ে গেছেন বিশ্ব ক্রীড়াঙ্গনের সব খেলোয়াড়কে। বছরে ২ হাজার ১৫৯ কোটি টাকায় এখন বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অ্যাথলেট তিনি। সৌদি আরবের ক্লাবটির হয়ে ২০২৫ সালের জুন পর্যন্ত খেলবেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।
রোনালদোর পরেই আছেন বিশ্বকাপের সময়ে লিওনেল মেসিকে জার্সিকাণ্ডে দেখে নেওয়ার হুমকি দেওয়া বক্সার ক্যানেলো আলভারেজ। ৮৭৪ কোটি টাকায় তালিকার দুইয়ে আছেন মেক্সিকোর এই বক্সার। ৭৭৪ কোট টাকা নিয়ে তিনে আছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক মেসি। আর ৭২৪ কোটি টাকা নিয়ে যৌথভাবে চারে আছেন নেইমার ও ম্যাথিউ স্ট্যাফোর্ড।
ভারতের ক্রীড়া ওয়েবসাইট ইনসাইডস্পোর্ট প্রকাশ করেছে বিশ্ব অ্যাথলেটদের এই তালিকা। চলুন, দেখে নেওয়া যাক সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ১০ অ্যাথলেটের নাম।
বছরে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অ্যাথলেট-
ক্রিস্টিয়ানো রোনালদো (ফুটবলার) ২১৫৯ কোটি টাকা
ক্যানেলো আলভারেজ (বক্সার) ৮৭৪ কোটি টাকা
লিওনেল মেসি (ফুটবলার) ৭৭৪ কোটি টাকা
নেইমার (ফুটবলার) ৭২৪ কোটি টাকা
ম্যাথিউ স্ট্যাফোর্ড (রাগবি) ৭২৪ কোটি টাকা
জশ অ্যালেন (রাগবি) ৬৪৯ কোটি টাকা
টাইসন ফুরি (বক্সার) ৬২৪ কোটি টাকা
অ্যারন রজার্স (রাগবি) ৫৮৭ কোটি টাকা
লুইস হ্যামিল্টন (ফর্মুলা ওয়ান) ৫৮৭ কোটি টাকা
দেশাউন ওয়াটসন (রাগবি) ৫৭৪ কোটি টাকা
ইউরোপীয় ফুটবলে ২০ বছর রাজত্ব করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দীর্ঘ এই ক্যারিয়ারে ভূরি ভূরি রেকর্ড গড়েছেন তিনি। এবার ফুটবল পায়ে সুবাস ছড়াবেন আরব্য রজনীতে। নতুন ক্লাব সৌদি আরবের আল নাসরের হয়ে সুবাস ছড়ার আগেই অবশ্য বিশ্ব রেকর্ড গড়েছেন সিআর সেভেন।
বছরে রেকর্ড পারিশ্রমিকে ফুটবলারদের ছাড়িয়ে গেছেন রোনালদো। শুধু ফুটবলারদের নন, ছাড়িয়ে গেছেন বিশ্ব ক্রীড়াঙ্গনের সব খেলোয়াড়কে। বছরে ২ হাজার ১৫৯ কোটি টাকায় এখন বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অ্যাথলেট তিনি। সৌদি আরবের ক্লাবটির হয়ে ২০২৫ সালের জুন পর্যন্ত খেলবেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।
রোনালদোর পরেই আছেন বিশ্বকাপের সময়ে লিওনেল মেসিকে জার্সিকাণ্ডে দেখে নেওয়ার হুমকি দেওয়া বক্সার ক্যানেলো আলভারেজ। ৮৭৪ কোটি টাকায় তালিকার দুইয়ে আছেন মেক্সিকোর এই বক্সার। ৭৭৪ কোট টাকা নিয়ে তিনে আছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক মেসি। আর ৭২৪ কোটি টাকা নিয়ে যৌথভাবে চারে আছেন নেইমার ও ম্যাথিউ স্ট্যাফোর্ড।
ভারতের ক্রীড়া ওয়েবসাইট ইনসাইডস্পোর্ট প্রকাশ করেছে বিশ্ব অ্যাথলেটদের এই তালিকা। চলুন, দেখে নেওয়া যাক সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ১০ অ্যাথলেটের নাম।
বছরে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অ্যাথলেট-
ক্রিস্টিয়ানো রোনালদো (ফুটবলার) ২১৫৯ কোটি টাকা
ক্যানেলো আলভারেজ (বক্সার) ৮৭৪ কোটি টাকা
লিওনেল মেসি (ফুটবলার) ৭৭৪ কোটি টাকা
নেইমার (ফুটবলার) ৭২৪ কোটি টাকা
ম্যাথিউ স্ট্যাফোর্ড (রাগবি) ৭২৪ কোটি টাকা
জশ অ্যালেন (রাগবি) ৬৪৯ কোটি টাকা
টাইসন ফুরি (বক্সার) ৬২৪ কোটি টাকা
অ্যারন রজার্স (রাগবি) ৫৮৭ কোটি টাকা
লুইস হ্যামিল্টন (ফর্মুলা ওয়ান) ৫৮৭ কোটি টাকা
দেশাউন ওয়াটসন (রাগবি) ৫৭৪ কোটি টাকা
বোলিংয়ে সৈয়দ খালেদ আহমেদ ঝরিয়েছেন আগুন। তাঁর তোপ দাগানো বোলিংয়ে সিলেটে চোখে সর্ষেফুল দেখেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। ব্যাটিংয়ে এরপর ঝোড়ো সেঞ্চুরি করেছেন নুরুল হাসান সোহান। তবে অধিনায়কের এমন বিস্ফোরক সেঞ্চুরির পরও দিনটা পুরোপুরি নিজের করতে পারল না বাংলাদেশ ‘এ’ দল।
৩২ মিনিট আগে২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শেষ হতে বাকি ১ ম্যাচ। ১১ জুন লর্ডসে ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। ফাইনালে জয়ী দল পাবে ৪০ কোটি টাকার বেশি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আজ এক বিবৃতিতে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের ফাইনালের অর্থ পুরস্কার ঘোষণা করেছে।
২ ঘণ্টা আগেবাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত সিরিজ হতে আর বেশি দিন বাকি নেই। সিরিজ শুরুর ঠিক দুই দিন আগে দল ঘোষণা করল আমিরাত। মুহাম্মদ ওয়াসিমকে অধিনায়ক করে আমিরাত আজ দল ঘোষণা করেছে। বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করার কথা আজ এক অফিশিয়াল বিজ্ঞপ্তিতে আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে।
২ ঘণ্টা আগেভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার প্রভাব কাটিয়ে ফের সচল হতে চলেছে উপমহাদেশের ক্রিকেট। ১৭ মে থেকে আবার শুরু হচ্ছে দুই দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ—আইপিএল ও পিএসএল। বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে দূর হয়েছে অনিশ্চয়তাও। পাকিস্তানে বাংলাদেশের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সময়মতোই হতে যাচ্ছে।
৩ ঘণ্টা আগে