ইউরোপীয় ফুটবলে ২০ বছর রাজত্ব করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দীর্ঘ এই ক্যারিয়ারে ভূরি ভূরি রেকর্ড গড়েছেন তিনি। এবার ফুটবল পায়ে সুবাস ছড়াবেন আরব্য রজনীতে। নতুন ক্লাব সৌদি আরবের আল নাসরের হয়ে সুবাস ছড়ার আগেই অবশ্য বিশ্ব রেকর্ড গড়েছেন সিআর সেভেন।
বছরে রেকর্ড পারিশ্রমিকে ফুটবলারদের ছাড়িয়ে গেছেন রোনালদো। শুধু ফুটবলারদের নন, ছাড়িয়ে গেছেন বিশ্ব ক্রীড়াঙ্গনের সব খেলোয়াড়কে। বছরে ২ হাজার ১৫৯ কোটি টাকায় এখন বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অ্যাথলেট তিনি। সৌদি আরবের ক্লাবটির হয়ে ২০২৫ সালের জুন পর্যন্ত খেলবেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।
রোনালদোর পরেই আছেন বিশ্বকাপের সময়ে লিওনেল মেসিকে জার্সিকাণ্ডে দেখে নেওয়ার হুমকি দেওয়া বক্সার ক্যানেলো আলভারেজ। ৮৭৪ কোটি টাকায় তালিকার দুইয়ে আছেন মেক্সিকোর এই বক্সার। ৭৭৪ কোট টাকা নিয়ে তিনে আছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক মেসি। আর ৭২৪ কোটি টাকা নিয়ে যৌথভাবে চারে আছেন নেইমার ও ম্যাথিউ স্ট্যাফোর্ড।
ভারতের ক্রীড়া ওয়েবসাইট ইনসাইডস্পোর্ট প্রকাশ করেছে বিশ্ব অ্যাথলেটদের এই তালিকা। চলুন, দেখে নেওয়া যাক সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ১০ অ্যাথলেটের নাম।
বছরে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অ্যাথলেট-
ক্রিস্টিয়ানো রোনালদো (ফুটবলার) ২১৫৯ কোটি টাকা
ক্যানেলো আলভারেজ (বক্সার) ৮৭৪ কোটি টাকা
লিওনেল মেসি (ফুটবলার) ৭৭৪ কোটি টাকা
নেইমার (ফুটবলার) ৭২৪ কোটি টাকা
ম্যাথিউ স্ট্যাফোর্ড (রাগবি) ৭২৪ কোটি টাকা
জশ অ্যালেন (রাগবি) ৬৪৯ কোটি টাকা
টাইসন ফুরি (বক্সার) ৬২৪ কোটি টাকা
অ্যারন রজার্স (রাগবি) ৫৮৭ কোটি টাকা
লুইস হ্যামিল্টন (ফর্মুলা ওয়ান) ৫৮৭ কোটি টাকা
দেশাউন ওয়াটসন (রাগবি) ৫৭৪ কোটি টাকা
ইউরোপীয় ফুটবলে ২০ বছর রাজত্ব করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দীর্ঘ এই ক্যারিয়ারে ভূরি ভূরি রেকর্ড গড়েছেন তিনি। এবার ফুটবল পায়ে সুবাস ছড়াবেন আরব্য রজনীতে। নতুন ক্লাব সৌদি আরবের আল নাসরের হয়ে সুবাস ছড়ার আগেই অবশ্য বিশ্ব রেকর্ড গড়েছেন সিআর সেভেন।
বছরে রেকর্ড পারিশ্রমিকে ফুটবলারদের ছাড়িয়ে গেছেন রোনালদো। শুধু ফুটবলারদের নন, ছাড়িয়ে গেছেন বিশ্ব ক্রীড়াঙ্গনের সব খেলোয়াড়কে। বছরে ২ হাজার ১৫৯ কোটি টাকায় এখন বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অ্যাথলেট তিনি। সৌদি আরবের ক্লাবটির হয়ে ২০২৫ সালের জুন পর্যন্ত খেলবেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।
রোনালদোর পরেই আছেন বিশ্বকাপের সময়ে লিওনেল মেসিকে জার্সিকাণ্ডে দেখে নেওয়ার হুমকি দেওয়া বক্সার ক্যানেলো আলভারেজ। ৮৭৪ কোটি টাকায় তালিকার দুইয়ে আছেন মেক্সিকোর এই বক্সার। ৭৭৪ কোট টাকা নিয়ে তিনে আছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক মেসি। আর ৭২৪ কোটি টাকা নিয়ে যৌথভাবে চারে আছেন নেইমার ও ম্যাথিউ স্ট্যাফোর্ড।
ভারতের ক্রীড়া ওয়েবসাইট ইনসাইডস্পোর্ট প্রকাশ করেছে বিশ্ব অ্যাথলেটদের এই তালিকা। চলুন, দেখে নেওয়া যাক সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ১০ অ্যাথলেটের নাম।
বছরে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অ্যাথলেট-
ক্রিস্টিয়ানো রোনালদো (ফুটবলার) ২১৫৯ কোটি টাকা
ক্যানেলো আলভারেজ (বক্সার) ৮৭৪ কোটি টাকা
লিওনেল মেসি (ফুটবলার) ৭৭৪ কোটি টাকা
নেইমার (ফুটবলার) ৭২৪ কোটি টাকা
ম্যাথিউ স্ট্যাফোর্ড (রাগবি) ৭২৪ কোটি টাকা
জশ অ্যালেন (রাগবি) ৬৪৯ কোটি টাকা
টাইসন ফুরি (বক্সার) ৬২৪ কোটি টাকা
অ্যারন রজার্স (রাগবি) ৫৮৭ কোটি টাকা
লুইস হ্যামিল্টন (ফর্মুলা ওয়ান) ৫৮৭ কোটি টাকা
দেশাউন ওয়াটসন (রাগবি) ৫৭৪ কোটি টাকা
গত জুনে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটির দ্বিতীয়ার্ধ দেরিতে শুরু হওয়ায় শাস্তির মুখে পড়েছে বাফুফে। তাদের ১৫০০ ডলার (প্রায় দুই লাখ টাকা) জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
৬ ঘণ্টা আগে১১০ রানে অলআউট হয়ে কার্যত ম্যাচের প্রথমার্ধেই ব্যাকফুটে চলে গিয়েছিল পাকিস্তান। মিরপুর শেরেবাংলার উইকেটে নিজেদের মেলে ধরতে ব্যর্থ সফরকারী ব্যাটাররা। ম্যাচ হারের পর তাই সফরকারী দলের যত ক্ষোভ উইকেট নিয়ে। পাকিস্তান অধিনায়ক তো বলেই দিলেন, বাংলাদেশে এসে ভালো উইকেট আশা করা যায় না!
৭ ঘণ্টা আগেবাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দেখতে আজ মিরপুর শেরেবাংলার গ্যালারিতে হাজির হয়েছিলেন অনেক নামীদামি ব্যক্তি। তাঁদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।
৭ ঘণ্টা আগেদুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে অল্প রানে আটকে রেখে জয়ের অর্ধেক কাজ সেরে রেখেছিলেন বোলাররা। ব্যাটাররাও নিজেদের কাজ সারলেন দারুণভাবে। পারভেজ হোসেন ইমনের ফিফটি আর তাওহীদ হৃদয়ের কার্যকর এক ইনিংসের সৌজন্যে ২৭ বল হাতে রেখে ৭ উইকেটে বড় জয় পেল বাংলাদেশ। ৯ বছর বেশি সময় পর পাকিস্তানের বিপক্ষে কুড়ি ওভারের ম্যাচ
৯ ঘণ্টা আগে