‘পঞ্চম বল’ আবিষ্কারের কাছাকাছি বিজ্ঞানীরা, বদলে যাবে পদার্থবিদ্যার প্রচলিত ধারণা
যুক্তরাষ্ট্রের শিকাগোতে অবস্থিত ফার্মিল্যাব-এর বিজ্ঞানীরা দাবি করেছেন, তাঁরা প্রকৃতির নতুন আরেকটি বল বা শক্তি আবিষ্কারের কাছাকাছি পৌঁছে গেছেন। তাঁরা দেখেছেন, অতি-পারমাণবিক কণা মিউয়ন পদার্থবিজ্ঞানের বর্তমান তত্ত্বের দেখানো পথে আচরণ করছে না। মিউয়ন কণায় একটি অজানা বল কাজ করছে বলে বিশ্বাস করেন বিজ্ঞানীর