১ কিমি খোঁড়ার পর ঠিকাদার বুঝলেন, ভুল সড়কে কাজ করছেন
নোয়াখালীর সুবর্ণচরে সংস্কারের জন্য নির্ধারিত সড়কে কাজ না করে ভুলে ভালো সড়ক খুঁড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। প্রায় ১ কিলোমিটার পাকা সড়কের পাশের পিচ ঢালাই তুলে ফেলার পর ঠিকাদার ও তাঁর লোকজন বুঝতে পারেন, তাঁরা ভুল সড়কে কাজ করছেন। উপজেলার চর আমান উল্লাহ ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামের বাবুল মার্কেট থেকে...