হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
বৈরী আবহাওয়া উপেক্ষা করে আজ শুক্রবার সকাল থেকে দুই শতাধিক অনার্স ভর্তি পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা হাতিয়ার নলচিরা ঘাটে এসে জড়ো হয়েছেন। তাঁরা বলছেন, নলচিরা ঘাট থেকে চেয়ারম্যানঘাট হয়ে তাঁদের জেলা সদরে যেতে হবে ভর্তি পরীক্ষায় অংশ নিতে। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে নৌযান চলাচল বন্ধ থাকায় তাঁরা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। এ ভর্তি পরীক্ষায় অংশ নিতে না পারলে তাঁদের শিক্ষাজীবনের একটি বছর নষ্ট হয়ে যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাঁরা দাবি জানিয়েছেন, হয় পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক, না হয় যেকোনো উপায়ে তাঁদের নদী পারপারের ব্যবস্থা করে দেওয়া হোক, যাতে তাঁরা নির্দিষ্ট সময়ে পরীক্ষায় অংশ নিতে পারেন।
নিম্নচাপের প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়ার কারণে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সব ধরনের নৌযান চলাচল গত মঙ্গলবার সকাল থেকে বন্ধ করে দেয় প্রশাসন। এরই মধ্যে অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়েছে দ্বীপটির নিম্নাঞ্চল। বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকায় আজও (দুপুর পর্যন্ত) হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।
এদিকে আগামীকাল শনিবার বেলা ১১টা থেকে সারা দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে হাতিয়ার নলচিরা-চেয়ারম্যানঘাট রুটে নৌযান চলাচল বন্ধ থাকায় অনিশ্চয়তায় পড়েছেন হাতিয়া থেকে ভর্তি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক দুই শতাধিক পরীক্ষার্থী।
জানা গেছে, সারা দেশের মতো আগামীকাল বেলা ১১টা থেকে নোয়াখালীতে কয়েকটি কলেজে অনার্স (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। পরীক্ষায় জেলার বিভিন্ন উপজেলা থেকে সড়কপথে পরীক্ষাকেন্দ্রে এসে পরীক্ষার্থীরা অংশ নিতে পারলেও হাতিয়ার শিক্ষার্থীদের আসার একমাত্র মাধ্যম নৌপথ।
এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, ‘আজ দুপুরে যে জোয়ার এসেছিল, সেটি অনেকটা স্বাভাবিক ছিল। বৃষ্টি ও বাতাস অনেকটা কমে গেছে। যদি এভাবে থাকে, তাহলে আবহাওয়া অনেকটা স্বাভাবিক হয়ে যাবে এবং সাগরের ঢেউ কমে যাবে। আমরা আশা করি, আজ সন্ধ্যা বা আগামীকাল ভোর থেকে নৌযান চলাচল স্বাভাবিক করা যাবে। যেহেতু পরীক্ষা বেলা ১১টায় শুরু হবে, আশা করছি, তার আগে পরীক্ষার্থীরা তাদের স্ব-স্ব কেন্দ্রে পৌঁছে যেতে পারবে।’
বৈরী আবহাওয়া উপেক্ষা করে আজ শুক্রবার সকাল থেকে দুই শতাধিক অনার্স ভর্তি পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা হাতিয়ার নলচিরা ঘাটে এসে জড়ো হয়েছেন। তাঁরা বলছেন, নলচিরা ঘাট থেকে চেয়ারম্যানঘাট হয়ে তাঁদের জেলা সদরে যেতে হবে ভর্তি পরীক্ষায় অংশ নিতে। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে নৌযান চলাচল বন্ধ থাকায় তাঁরা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। এ ভর্তি পরীক্ষায় অংশ নিতে না পারলে তাঁদের শিক্ষাজীবনের একটি বছর নষ্ট হয়ে যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাঁরা দাবি জানিয়েছেন, হয় পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক, না হয় যেকোনো উপায়ে তাঁদের নদী পারপারের ব্যবস্থা করে দেওয়া হোক, যাতে তাঁরা নির্দিষ্ট সময়ে পরীক্ষায় অংশ নিতে পারেন।
নিম্নচাপের প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়ার কারণে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সব ধরনের নৌযান চলাচল গত মঙ্গলবার সকাল থেকে বন্ধ করে দেয় প্রশাসন। এরই মধ্যে অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়েছে দ্বীপটির নিম্নাঞ্চল। বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকায় আজও (দুপুর পর্যন্ত) হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।
এদিকে আগামীকাল শনিবার বেলা ১১টা থেকে সারা দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে হাতিয়ার নলচিরা-চেয়ারম্যানঘাট রুটে নৌযান চলাচল বন্ধ থাকায় অনিশ্চয়তায় পড়েছেন হাতিয়া থেকে ভর্তি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক দুই শতাধিক পরীক্ষার্থী।
জানা গেছে, সারা দেশের মতো আগামীকাল বেলা ১১টা থেকে নোয়াখালীতে কয়েকটি কলেজে অনার্স (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। পরীক্ষায় জেলার বিভিন্ন উপজেলা থেকে সড়কপথে পরীক্ষাকেন্দ্রে এসে পরীক্ষার্থীরা অংশ নিতে পারলেও হাতিয়ার শিক্ষার্থীদের আসার একমাত্র মাধ্যম নৌপথ।
এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, ‘আজ দুপুরে যে জোয়ার এসেছিল, সেটি অনেকটা স্বাভাবিক ছিল। বৃষ্টি ও বাতাস অনেকটা কমে গেছে। যদি এভাবে থাকে, তাহলে আবহাওয়া অনেকটা স্বাভাবিক হয়ে যাবে এবং সাগরের ঢেউ কমে যাবে। আমরা আশা করি, আজ সন্ধ্যা বা আগামীকাল ভোর থেকে নৌযান চলাচল স্বাভাবিক করা যাবে। যেহেতু পরীক্ষা বেলা ১১টায় শুরু হবে, আশা করছি, তার আগে পরীক্ষার্থীরা তাদের স্ব-স্ব কেন্দ্রে পৌঁছে যেতে পারবে।’
রাজধানীর রায়েরবাগ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাসেল মিয়া (৩১) নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কনস্টেবল হিসেবে কর্মরত।
২ মিনিট আগেবগুড়ার শেরপুরে এক চিকিৎসকের চেম্বারে প্রবেশ করে মারধর ও নগদ অর্থ লুটের অভিযোগ উঠেছে অপর এক চিকিৎসকসহ কয়েকজনের বিরুদ্ধে। গতকাল রোববার (১৯ অক্টোবর) বেলা ১টার দিকে পৌরসভার ধুনট মোড় এলাকায় ন্যাশনাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এই ঘটনা ঘটে।
২৪ মিনিট আগেহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুনে পুড়ে যাওয়া আমদানি কার্গো ভিলেজটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ভেতরে এখনো কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ সোমবার (২০ অক্টোবর) সকাল থেকে বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন ওই ভবনটির সামনে এমন দৃশ্য দেখা যায়।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন প্রবর্তক মোড়ে অবস্থিত বন্ধ থাকা একটি বেসরকারি হাসপাতালে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় চার মাস ধরে হাসপাতালটির কার্যক্রম বন্ধ থাকায় এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গতকাল রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে ‘সেন্ট্রাল সিটি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ নামে
১ ঘণ্টা আগে