স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার ১
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মজুমদারহাট বাজার থেকে এক স্কুলছাত্রীকে (১৬) অপহরণের পর আটকে রেখে দল বেঁধে ধর্ষণের ঘটনায় করা মামলার দুই নম্বর আসামি কামাল হোসেনকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার অন্য তিন আসামি পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।