এবার প্রশাসন, সাংবাদিকদের সমালোচনা করলেন কাদের মির্জা
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেন, দুর্নীতিগ্রস্ত রাজনীতি, আমলা-প্রশাসন ও সাংবাদিকতা থেকে দেশ ও জাতি উপকৃত হয় না। তিনি অভিযোগ করেন, ‘তিন ভাগনেকে ইউপি নির্বাচনে জেতানোর জন্য ওবায়দুল কাদের প্রশাসনকে দিয়ে ভোট ডাকাতি করে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছেন।