স্ত্রীর সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট
নিহতের স্ত্রী বলেন, ‘আমার স্বামী ২০ ভরির মতো স্বর্ণালংকার ব্যাগে ভরে দোকানের শাটার বন্ধ করছিলেন। আমি পাশে দাঁড়িয়ে ছিলাম। ডাকাতেরা পেছন থেকে এসে তাঁর হাতে থাকা স্বর্ণের ব্যাগ ধরে টান দেয়। বাধা দিলে তাঁরা চাপাতি দিয়ে তাঁর গালে, বুকে ও পিঠে কোপায়। পরে ককটেল ফাটিয়ে স্বর্ণের ব্যাগ নিয়ে পালিয়ে যায়