ঈদে সাত ছবি
আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহ খুলবে কি না এখনো অনিশ্চিত। তাই মুক্তির অপেক্ষায় থাকা একগুচ্ছ নতুন ছবির কী গতি হবে, এখনই বলা যাচ্ছে না। শেষ পর্যন্ত প্রেক্ষাগৃহে যদি নতুন ছবি নাও আসে, তবে আক্ষেপ করার কিছু নেই। কারণ টিভির পর্দায় হাজির থাকবেন শাকিব খান, নিরব, মাহিয়া মাহির মতো তারকারা।