বিনোদন প্রতিবেদক
ঢাকা: কথা ছিল আরেকটু ধীরেসুস্থে কাজ করার। কিন্তু লকডাউন আর করোনা পরিস্থিতির কারণেই একটানা শুটিং করতে হলো নিরবকে। শ্রীমঙ্গলে ১১ দিনে দুই ছবির কাজ সেরে গত শুক্রবার ঢাকায় ফিরেছেন তিনি। একটি অনন্য মামুনের ‘অমানুষ’। অন্যটি সরকারি অনুদানের ছবি ‘ছায়াবৃক্ষ’, বানাচ্ছেন বন্ধন বিশ্বাস।
এ দুটি ছবি নিয়েই নিরবের আকাশছোঁয়া প্রত্যাশা। ‘অমানুষ’ সিনেমায় নিজের চেনা ছক থেকে বেরিয়ে এসেছেন নিরব। এ মাসের শুরুর দিকে যখন ছবির ফার্স্টলুক প্রকাশ হয়েছিল, চমকে গিয়েছিলেন সবাই। ছোট চুল, গলায়-শার্টে রক্তের দাগ–এমন নিরবকে কেউ দেখেননি আগে।
‘অমানুষ’–এ নিরবের সঙ্গী হয়েছেন রাফিয়াত রশীদ মিথিলা। এটি মিথিলার প্রথম ছবি। নিরবের সঙ্গেও প্রথম কাজ। দুজনের জন্যই ‘অমানুষ’ তাই স্পেশাল। ছবিতে নিরবকে দেখা যাবে ডাকাতের চরিত্রে। আর মিথিলা বিদেশফেরত এক নারী। বাংলাদেশ নিয়ে তথ্যচিত্র বানাতে গিয়ে ডাকাতের খপ্পরে পড়েন মিথিলা। শ্রীমঙ্গলের প্রত্যন্ত এলাকায় শুটিং হয়েছে ‘অমানুষ’ সিনেমার।
ছবির বেশির ভাগ শুটিং আগেই হয়ে গিয়েছিল। কিছু কাজ বাকি ছিল। একটানা কাজ করে শুটিং শেষ করে এলাম। এবার মুক্তির অপেক্ষা।
নিরব হোসেন, চিত্রনায়ক
জানা গেছে, ‘অমানুষ’ ছবিটি ঈদুল আজহায় মুক্তি দেওয়ার পরিকল্পনা চলছে।
অন্যদিকে ‘ছায়াবৃক্ষ’ ছবিতে নিরবের নায়িকা অপু বিশ্বাস। ক্যারিয়ারের প্রথম দিকে অপু বিশ্বাসের সঙ্গে কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন নিরব। ‘ছায়াবৃক্ষ’ দিয়ে আবারও ফিরছেন এই জুটি।
এ বছর ‘কসাই’ ছবিতে অভিনয় করে হইচই ফেলে দিয়েছিলেন নিরব। অনেক নির্মাতা-প্রযোজক তাঁকে নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করেছেন। ‘অমানুষ’ ও ‘ছায়াবৃক্ষ’ মুক্তি পেলে তাঁর ক্যারিয়ারে যোগ হবে নতুন মাত্রা–আশা নিরবের।
ঢাকা: কথা ছিল আরেকটু ধীরেসুস্থে কাজ করার। কিন্তু লকডাউন আর করোনা পরিস্থিতির কারণেই একটানা শুটিং করতে হলো নিরবকে। শ্রীমঙ্গলে ১১ দিনে দুই ছবির কাজ সেরে গত শুক্রবার ঢাকায় ফিরেছেন তিনি। একটি অনন্য মামুনের ‘অমানুষ’। অন্যটি সরকারি অনুদানের ছবি ‘ছায়াবৃক্ষ’, বানাচ্ছেন বন্ধন বিশ্বাস।
এ দুটি ছবি নিয়েই নিরবের আকাশছোঁয়া প্রত্যাশা। ‘অমানুষ’ সিনেমায় নিজের চেনা ছক থেকে বেরিয়ে এসেছেন নিরব। এ মাসের শুরুর দিকে যখন ছবির ফার্স্টলুক প্রকাশ হয়েছিল, চমকে গিয়েছিলেন সবাই। ছোট চুল, গলায়-শার্টে রক্তের দাগ–এমন নিরবকে কেউ দেখেননি আগে।
‘অমানুষ’–এ নিরবের সঙ্গী হয়েছেন রাফিয়াত রশীদ মিথিলা। এটি মিথিলার প্রথম ছবি। নিরবের সঙ্গেও প্রথম কাজ। দুজনের জন্যই ‘অমানুষ’ তাই স্পেশাল। ছবিতে নিরবকে দেখা যাবে ডাকাতের চরিত্রে। আর মিথিলা বিদেশফেরত এক নারী। বাংলাদেশ নিয়ে তথ্যচিত্র বানাতে গিয়ে ডাকাতের খপ্পরে পড়েন মিথিলা। শ্রীমঙ্গলের প্রত্যন্ত এলাকায় শুটিং হয়েছে ‘অমানুষ’ সিনেমার।
ছবির বেশির ভাগ শুটিং আগেই হয়ে গিয়েছিল। কিছু কাজ বাকি ছিল। একটানা কাজ করে শুটিং শেষ করে এলাম। এবার মুক্তির অপেক্ষা।
নিরব হোসেন, চিত্রনায়ক
জানা গেছে, ‘অমানুষ’ ছবিটি ঈদুল আজহায় মুক্তি দেওয়ার পরিকল্পনা চলছে।
অন্যদিকে ‘ছায়াবৃক্ষ’ ছবিতে নিরবের নায়িকা অপু বিশ্বাস। ক্যারিয়ারের প্রথম দিকে অপু বিশ্বাসের সঙ্গে কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন নিরব। ‘ছায়াবৃক্ষ’ দিয়ে আবারও ফিরছেন এই জুটি।
এ বছর ‘কসাই’ ছবিতে অভিনয় করে হইচই ফেলে দিয়েছিলেন নিরব। অনেক নির্মাতা-প্রযোজক তাঁকে নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করেছেন। ‘অমানুষ’ ও ‘ছায়াবৃক্ষ’ মুক্তি পেলে তাঁর ক্যারিয়ারে যোগ হবে নতুন মাত্রা–আশা নিরবের।
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
১৬ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১ দিন আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১ দিন আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১ দিন আগে